প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় নির্মীয়মান রাস্তা তৈরিতে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ তুলে আবারও কাজ বন্ধ করে দিল দক্ষিণ ২৪ পরগনা জেলার সাগর ব্লকের হেন্দলকেটকী এলাকার বাসিন্দারা।
রাস্তা তৈরি হওয়ার চব্বিশ ঘন্টা যেতে না যেতেই আজ সকাল থেকে রাস্তার পিচ সহ স্টোনচিপ উঠে যাচ্ছে বলে অভিযোগ। সাগর ব্লকের মুড়িগঙ্গা এক গ্রাম পঞ্চায়েতের বামনখালীর পাথরপ্রতিমা থানা রাস্তার মোড় থেকে মুড়িগঙ্গা বাজার পর্যন্ত প্রায় চার কিলোমিটার রাস্তার দীর্ঘ দিন ধরে বেহাল দশা ছিল। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় রাস্তা তৈরীর জন্য প্রায় দেড় কোটি টাকা বরাদ্দ হয়। জেলা পরিষদের মাধ্যমে গত ডিসেম্বর মাসের শুরু থেকে রাস্তার কাজ শুরু করে ঠিকাদার সংস্থা। কিন্তুু ওই কাজের শুরুতে নিম্নমানের সামগ্রিক দিয়ে কাজ করার অভিযোগে রাস্তার কাজ বন্ধ করে দিয়েছিলো সাগরের পাথরপ্রতিমা এলাকার স্থানীয় বাসিন্দারা, এরপর জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকে নতুন করে আবারও রাস্তাটির মেরামতের কাজ শুরু হয় এবং প্রায় ২ কিলোমিটারের মতো ওই পিচের রাস্তার কাজ হয়ে যাওয়ার পর ১৩ই ফেব্রুয়ারী মঙ্গলবার সাগরের হেন্দলকেটকীর কাছে আবারও ওই পিচের রাস্তার পিচ উঠতে শুরু করে। পা দিয়ে ঘষলেই উঠে যাচ্ছে রাস্তার পিচ। ক্ষুব্ধ গ্রামবাসীদের অভিযোগ, নিম্নমানের সামগ্রি দিয়ে রাস্তা নির্মাণ করা হচ্ছে। এইভাবে যদি কাজ চলে, তাহলে খুব অল্প দিনের মধ্যে আবারও রাস্তা খারাপ হয়ে যাবে। তাই কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। স্থানীয় মুড়িগঙ্গা ১ নম্বর গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে স্থানীয় প্রশাসনের নজরে আনা হয়েছে বিষয়টি।
ওই বিষয়ে ওই এলাকার স্থানীয় বাসিন্দারা আমাদের কাকদ্বীপ ডটকমের ক্যামেরার সামনে কি বললেন শুনুন
ওই বিষয়টি নিয়ে সরব হয়েছে স্থানীয় বিজেপি নেতৃত্ব বিজেপির সাগর মন্ডল ওয়ানের সভাপতি চিন্ময় সাহু কাকদ্বীপ ডটকমের ক্যামেরার সামনে কি বললেন শুনুন
ওই বিষয়ে দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের সদস্য তথা জিবিডি এর ভাইস চেয়ারম্যান সন্দীপ কুমার পাত্র কাকদ্বীপ ডটকমের ক্যামেরার সামনে কি বললেন শুনুন
স্টাফ রিপোর্টার সৌরভ মন্ডল
Post A Comment:
0 comments so far,add yours