অবশেষে সাগরের হাড় হিম করা খুনের ঘটনার পর অভিযুক্তকে কলকাতার চারুমার্কেট এলাকা গ্রেফতার করলো সাগর থানার পুলিশ

পুলিশ সূত্রে জানা যায় ২৫ শে ফেব্রুয়ারি রবিবার সকালে দক্ষিণ ২৪ পরগনা জেলার সাগর ব্লকের অধীন পাখিরালা এলাকায়,ঘুমন্ত অবস্থায় ধারালো কাটারি দিয়ে নিজের স্ত্রীর-‌র গলা ও মাথায় একাধিকবার কোপ দেয় অভিযুক্ত স্বামী শুকদেব নাইয়া,এরপর স্ত্রীকে খুনের পর ঘটনাস্থল থেকে পালিয়ে যায় অভিযুক্ত স্বামী শুকদেব নাইয়া,সাগর থানার ভারপ্রাপ্ত আধিকারিক শুভেন্দু দাসের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে,এরপর ওই ঘটনার তদন্ত শুরু করে,এবং তদন্তে নেমে ওই খুনের ঘটনার সঙ্গে যুক্ত অভিযুক্ত স্বামী শুকদেব নাইয়াকে, গোপন সূত্রে খবর পেয়ে কলকাতার চারুমার্কেট থানার সহযোগিতা নিয়ে কলকাতা চারুমার্কেট এলাকা থেকে ২৬শে ফেব্রুয়ারী সোমবার ভোররাতে অভিযুক্ত স্বামী শুকদেব নাইয়াকে গ্রেফতার করে, গ্রেফতারের পর অভিযুক্ত স্বামী শুকদেব নাইয়াকে কলকাতা চারুমার্কেট এলাকা থেকে সোমবার সকালে সাগর থানায় নিয়ে আসে সাগর থানার পুলিশ এরপর সোমবার দুপুরে স্ত্রীকে খুনের ঘটনায় যুক্ত অভিযুক্ত স্বামী শুকদেব নাইয়াকে সাগর থেকে কাকদ্বীপ মহকুমার আদালতে নিয়ে গেল সাগর থানার পুলিশ,
সেই ছবি আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন কাকদ্বীপ ডটকমের ক্যামেরার মাধ্যমে

*মৃত মেয়েটির নাম অনিমা মন্ডল নাইয়া দক্ষিণ ২৪ পরগনার সাগর ব্লকের পাখিরালা গ্রামে বাবার বাড়িতে থাকতো মেয়েটি,অভিযুক্ত স্বামীর নাম শুকদেব নাইয়া বাড়ি রায়দিঘির পূর্ব শ্রীধরপুর সরকারপাড়া এলাকায়,সাগরের পাখিরালাতে শ্বশুরবাড়িতে এসে স্ত্রীকে কাটারি দিয়ে গলা কেটে খুন করে ওই স্বামী শুকদেব নাইয়া,
ওই ঘটনার পর মৃত অনিমার পরিবারের লোকজন অভিযুক্তের ফাঁসির দাবি জানিয়েছে

স্টাফ রিপোর্টার সৌরভ মন্ডল
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours