৫ জানুয়ারির ঘটনা। সন্দেশখালির সরবেড়িয়ায় তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে গিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। সেখানেই এজেন্সির উপর হামলার অভিযোগ ওঠে। এরপরই পেঁয়াজের খোলা ছাড়ানোর মতো একের পর এক সাংঘাতিক সব অভিযোগ সামনে আসতে থাকে।

শাহজাহান এবার গ্রেফতারের মুখে? রাজ্যপালের মন্তব্যে জোর চর্চা
রাজ্যপাল সিভি আনন্দ বোসের ইঙ্গিতপূর্ণ মন্তব্য শেখ শাহজাহান প্রসঙ্গে।

কলকাতা: সন্দেশখালি নিয়ে এখনও উত্তেজনা বহাল। শুক্রবারও সেখানে সদলবলে গিয়েছেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। আইনের শাসন প্রতিষ্ঠার আশ্বাস দিয়েছেন তিনি। কিন্তু স্থানীয় বাসিন্দারা কোনও ‘স্তোক’ মানতে নারাজ। ঘটনার এতদিন পরও কেন শেখ শাহজাহানকে ধরা গেল না, সে প্রশ্নই সকলের মুখে। এরইমধ্যে ইঙ্গিতপূর্ণ মন্তব্য রাজ্যপাল সিভি আনন্দ বোসের। শুক্রবার শহরে এক অনুষ্ঠানে যোগ দেন তিনি। সেখানেই সাংবাদিকদের প্রশ্নের মুখে রাজ্যপাল বোস বলেন, “খুব তাড়াতাড়ি আপনারা ভাল খবর শুনতে পাবেন। সুরঙ্গের শেষে আলো দেখতে পাওয়া যাবে।”


৫ জানুয়ারির ঘটনা। সন্দেশখালির সরবেড়িয়ায় তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে গিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। সেখানেই এজেন্সির উপর হামলার অভিযোগ ওঠে। এরপরই পেঁয়াজের খোলা ছাড়ানোর মতো একের পর এক সাংঘাতিক সব অভিযোগ সামনে আসতে থাকে।

কার্যত অগ্নিগর্ভ হয়ে ওঠে বসিরহাটের সন্দেশখালি। একেবারে যেন ছাই চাপা আগুনের বিস্ফোরণ! শাহজাহানের বিরুদ্ধে মারাত্মক সব অভিযোগ। জমি দখল থেকে তাঁর শাগরেদদের মহিলাদের উপর নির্যাতন, অভিযোগের তালিকা দীর্ঘ।


ইতিমধ্যেই শাহজাহানের দুই হাত উত্তম সর্দার ও শিবু হাজরা গ্রেফতার হয়েছেন। কিন্তু তাতেও ক্ষোভ প্রশমিত নয়। বরং আরও জোরাল হয়েছে শাহজাহানকে গ্রেফতারের দাবি। কেন পুলিশ শাহজাহানকে ধরতে পারছে না, তা নিয়ে প্রশ্ন উঠছে। আর এই আবহে রাজ্যপাল সিভি আনন্দ বোসের ইঙ্গিতবাহী মন্তব্য।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours