সামনের বছর টিম বাজেটে কিছু বেশি টাকা ঢালার আগ্রহ দেখিয়েছে ইমামি। তাতে অবশ্য জল গরম হচ্ছে না। সামনের বছর এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগের কোয়ালিফাইং রাউন্ডে খেলতে হবে ইস্টবেঙ্গলকে। তাই বড় বাজেটের দল গড়তে চাইছেন কর্তারা। কো স্পনসর হিসেবে কিছু সংস্থাকে নিয়ে এসে বাজেট বাড়ানোর চেষ্টায় কর্তারা। শুক্রবার উত্তরবঙ্গে বৈঠক করলেন ইস্টবেঙ্গল ক্লাব কর্তারা।

উত্তরে বৈঠক ইস্টবেঙ্গল কর্তাদের, রয়েছে বড় খুশির খবর!

কলকাতা: গত সপ্তাহেই টিভি নাইন বাংলা আভাস দিয়েছিল, বিনিয়োগের খোঁজে উত্তরে পাড়ি দিচ্ছে ইস্টবেঙ্গল। আর সেই কারণেই জামশেদপুরে ইস্টবেঙ্গলের ম্যাচ দেখতে যেতে পারেননি লাল-হলুদের শীর্ষকর্তারা। উত্তরবঙ্গে গিয়ে বৈঠক সেরে ফেললেন ইস্টবেঙ্গলের ক্লাব কর্তারা। বিনিয়োগের জন্যই কর্তারা উত্তরে পাড়ি দেন। গত বছর থেকেই ক্রাউড ফান্ডিং শুরু করে ক্লাব। ফুটবল দলের বিনিয়োগকারী সংস্থাকেও আর্থিক ভাবে সাহায্য করার চেষ্টায় লাল-হলুদ কর্তারা। কারণ ইমামি দলগঠনে টাকা ঢাললেও টিম বাজেট বাড়াতে চায় ইস্টবেঙ্গল। ভালো মানের ফুটবলার রিক্রুট করতে অবশ্যই বেশি টাকা ঢালতে হবে। কথাতেই বলে, ফেল কড়ি মাখ তেল। বিস্তারিত জেনে নিন  এই প্রতিবেদনে।

সূত্রের খবর, সামনের বছর টিম বাজেটে কিছু বেশি টাকা ঢালার আগ্রহ দেখিয়েছে ইমামি। তাতে অবশ্য জল গরম হচ্ছে না। সামনের বছর এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগের কোয়ালিফাইং রাউন্ডে খেলতে হবে ইস্টবেঙ্গলকে। তাই বড় বাজেটের দল গড়তে চাইছেন কর্তারা। কো স্পনসর হিসেবে কিছু সংস্থাকে নিয়ে এসে বাজেট বাড়ানোর চেষ্টায় কর্তারা। শুক্রবার উত্তরবঙ্গে বৈঠক করলেন ইস্টবেঙ্গল ক্লাব কর্তারা। এক কর্তার কথায়, ‘মূলত ক্রাউড ফান্ডিংয়ের জন্যই এখানে আসা। বেশ কয়েকজন উদ্যোগপতি আমাদের সঙ্গে বৈঠকে ছিলেন। আমরা নিজেদের পরিকল্পনার কথা জানাই। আগ্রহও দেখিয়েছেন।’

শিলিগুড়ির মিলনপল্লী স্পোর্টিং ক্লাবে বৈঠক হয়। ৫ জন উদ্যোগপতি ছিলেন। শিলিগুড়ির মেয়র গৌতম দেবও উপস্থিত ছিলেন এই মিটিংয়ে। ইস্টবেঙ্গল ক্লাবের বিভিন্ন বয়সভিত্তিক ফুটবল দল রয়েছে। এছাড়া ক্রিকেট দলের জন্য এখন আলাদা স্পনসরও গত বছর খুঁজে পেয়েছে ইস্টবেঙ্গল। ক্রাউড ফান্ডিং বা বিনিয়োগে সাড়া মিললে তাতে আখেরে ক্লাবেরই লাভ। এখন দেখার উত্তরবঙ্গে কর্তাদের এই বৈঠক ভবিষ্যতে ক্লাবের উন্নতিতে কাজে আসে কিনা
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours