ঋষি কাপুর চলে যাওয়ার পরই সাত পাকে বাঁধা পড়েন আলিয়া ভাট ও রণবীর কাপুর। আর বছর গড়াতে না গড়াতেই তাঁদের কোল আলো করে আসে কন্যা সন্তান। রাহা কাপুর। ফলে সবটাই তাঁর অদেখাই থেকে গিয়েছে।

ঋষির কোলে রাহা, ছবি ভাইরাল হতেই হাজির নীতু, কী বললেন...

ঋষি কাপুরের কোলে একবছরের রাহা কাপুর। কাপুর পরিবারের প্রতি সদস্যই হয়তো এই দৃশ্য দেখতে চেয়েছিলেন। প্রতিটা পদে-পদে যে আক্ষেপ তাঁদের তাড়িয়ে নিয়ে বেড়ায়। বেঁচে থাকতে ঋষি কাপুর চেয়েছিলেন তাঁর ছেলের সংসার দেখে যেতে। চেয়েছিলেন বিয়ে দেখতে, সন্তান দেখতে, কিন্তু সেই ইচ্ছে তাঁর জীবদ্দশায় পূরণ হয় না। তিনি চলে যাওয়ার পরই সাত পাকে বাঁধা পড়েন আলিয়া ভাট ও রণবীর কাপুর। আর বছর গড়াতে না গড়াতেই তাঁদের কোল আলো করে আসে কন্যা সন্তান। রাহা কাপুর। টানা একবছর যাকে একবার দেখার জন্য অপেক্ষায় ছিল ভক্তমহল, সেই ইচ্ছে পূরণ ঘটে বড়দিনের ঠিক আগেই। ২০২৩ সালে রাহা কাপুরের একবছর পূর্ণ হওয়ার পরও তার মুখ দেখানোর সিদ্ধান্ত নিয়েছিলেন রণবীর কাপুর ও আলিয়া ভাট। মুহূর্তে সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছিল।


Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours