ফ্রেজারগঞ্জের বায়ু বিদ্যুৎ কেন্দ্রের টাওয়ার থেকে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো এলাকায়।
মৃত যুবক ফ্রেজারগঞ্জ এলাকার বাসিন্দা অভিজিৎ দাস বয়স আনুমানিক ২৭ বছর।
পুলিশ সূত্রে জানা যায় আজ সকাল আনুমানিক ৭ টা নাগাদ ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার অন্তর্গত ফ্রেজারগঞ্জ বায়ু বিদ্যুৎ কেন্দ্রের একটি টাওয়ারে স্থানীয় বাসিন্দারা ঝুলন্ত অবস্থায় দেখতে পায় অভিজিৎ কে। তড়িঘড়ি খবর দেওয়া হয় ফ্রেজারগঞ্জ কোস্টাল থানায়। ঘটনাস্থলে ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় কাকদ্বীপ হাসপাতালে মর্গে।
ইতিমধ্যেই গোটা ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলার রুজু করে ঘটনার তদন্তে নেমেছে ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশ।
অন্যদিকে তরতাজা এই যুবকের অস্বাভাবিক মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েছে পরিবার।
Post A Comment:
0 comments so far,add yours