একজন বাংলা বাণিজ্যিক ছবির নায়ক। অন্যজন বাংলা সিরিয়ালের অভিনেত্রী। নায়ক অবশ্য এই মুহূর্তে বাংলা সিরিয়ালেও কাজ করছেন মুখ্য চরিত্রে। তাঁদের বিবাহবার্ষিকী কাঁটল উষ্ণ ছোঁয়ায়।
ঠোঁটে ঠোঁট ছুঁইয়ে খাওয়ালেন কেক, ওম-মিমির বিবাহবার্ষিকী হয়ে উঠল উষ্ণ
ওম মিমি
বাংলা বাণিজ্যিক ছবিতে অভিনয় করেছেন অভিনেতা ওম সাহানি। বছর খানেক আগে বিয়ে করেছেন তাঁর প্রেমিকা অভিনেত্রী মিমি দত্তকে। মিমি বাংলা সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী। শিশু শিল্পী হিসেবেও বহুবছর কাজ করেছেন ইন্ডাস্ট্রিতে। দুই তারকা একে-অপরের সঙ্গে প্রেমের সম্পর্কে থেকে বিয়ে করেছেন। এবার পালন করলেন তাঁদের বিবাহবার্ষিকী।
বিশেষদিন পালন করতে কেট কাটলেন দুই তারকা। সেই কেক ওম আদর করে খাইয়ে দিলেন তাঁর স্ত্রী মিমিকে। ছবি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। তাতে দেখা যাচ্ছে ঠোঁটে ঠোঁট রেখে সেই কেক ওম খাইয়ে দিচ্ছেন মিমিকে। দারুণ উষ্ণ একটা ছবি।
এই মুহূর্তে ‘লাভ বিয়ে আজকাল’ ধারাবাহিকে নায়কের চরিত্রে অভিনয় করছেন ওম। তাঁর বিপরীতে কাজ করছেন নায়িকা তৃণা সাহা। রোম্যান্টিক দৃশ্যে তৃণার সঙ্গে বেশ কিছু দৃশ্যে অভিনয় করেছেন ওম। তা দেখে কি স্ত্রী হিসেবে হিংসে হয় মিমির?
Post A Comment:
0 comments so far,add yours