এলাকার লোকজন বলছেন, নিরীহ মানুষের উপর ইচ্ছামত অত্যাচার চলেছে। স্থানীয় বাজারের এক কাপড় ব্যবসায়ী বলেন, "শিবু হাজরা গ্রেফতার হয়েছে, এবার আরও একজন হোক। তাহলে বাঁচি। শাহজাহান শেখ গ্রেফতার হলে খুব ভাল হয়। সন্ধ্যা হলে আমরা আতঙ্কে বাস করি। স্বামী সন্তান নিয়ে তো বাঁচতে হবে। শাহজাহান শেখকে না ধরলে চলবে না।"
শুধু শিবুতে হবে না, শাহজাহানকেও চাই; বলছে সন্দেশখালি
শাহজাহানের গ্রেফতারির দাবিতে সরব সন্দেশখালি।
সন্দেশখালি: গণধর্ষণের ধারা যুক্ত হতেই গ্রেফতার শিবু হাজরা। বিনা পয়সায় চা খাওয়াচ্ছেন চায়ের দোকানি। গ্রামের মহিলারা বলছেন, এবার ‘দুয়ারে’ মিষ্টি বিলি হবে। তবে উত্তম সর্দার, শিবু হাজরা গ্রেফতার হলেও শেখ শাহজাহান না গ্রেফতার হওয়া পর্যন্ত যে পুরোপুরি শান্তি নেই সে কথাও বলছেন তাঁরা। এলাকার লোকজনের অভিযোগ, শেখ শাহজাহানের বলেই বলিয়ান হয়েছেন শিবু, উত্তমরা। তাদের দাবি, শাহজাহানকেও গ্রেফতার করতে হবে এবার।
এলাকার লোকজন বলছেন, নিরীহ মানুষের উপর ইচ্ছামত অত্যাচার চলেছে। স্থানীয় বাজারের এক কাপড় ব্যবসায়ী বলেন, “শিবু হাজরা গ্রেফতার হয়েছে, এবার আরও একজন হোক। তাহলে বাঁচি। শাহজাহান শেখ গ্রেফতার হলে খুব ভাল হয়। সন্ধ্যা হলে আমরা আতঙ্কে বাস করি। স্বামী সন্তান নিয়ে তো বাঁচতে হবে। শাহজাহান শেখকে না ধরলে চলবে না।”
আরেক বাসিন্দার কথায়, “শিবু হাজরার যেন কঠিন থেকে কঠিনতম শাস্তি হয়। আমরা এটাই দাবি করব। আর শেখ শাহজাহান ধরা পড়লে পুরোপুরি মুক্ত হয়ে যাব। তাই আন্দোলন আমরা এখনই থামাব না। বাদশা তো এখনও বাকি আছে। বাদশা শেখ শাহজাহানের হুঙ্কারেই তো সবকিছু হচ্ছিল।”
Post A Comment:
0 comments so far,add yours