একটি দেশলাই তেই জ্বলতে শুরু করে জঙ্গল, নামখানাতে ঘটলো এই ঘটনা

স্থানীয় সূত্রে খবর নামখানা ব্লকের নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের অধীনে নামখানা রেলস্টেশন সংলগ্ন এলাকায় নারায়ণপুর ফরেস্টের একটি জঙ্গলে মনসুর আলী নামে এক ব্যক্তি হঠাৎই দেশলাই কাঠি মারে এই জঙ্গলে। তখনই বাতাস থাকায় দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে নিমেষে ছড়িয়ে পড়ে আগুন আর এই আগুন জ্বলতে দেখে গ্রামবাসীরা চিৎকার চেঁচামেচি করতে থাকে। তবে ওই ব্যক্তি জানান "তিনি বুঝতে পারেননি সামান্য আগুন লাগালে এই ফরেস্টের জায়গায় আগুন লেগে যাবে"। এলাকার মানুষজন তড়িঘড়ি কাকদ্বীপ থানায় ও দমকলে খবর দেয়। ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন ও কাকদ্বীপ পুলিশ প্রশাসনের তত্ত্বাবধানে আগুনটিকে নিয়ন্ত্রনে আনে। ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছায় নামখানার পঞ্চায়েত সমিতির সভাপতি অভিষেক দাস তিনি পৌঁছে বিষয়টি খতিয়ে দেখেন ও দমকলের সঙ্গে কথা বলেন। এর পাশাপাশি ওই ব্যক্তি মনসুর আলীকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ ঘটনাস্থল থেকে আটক করে নিয়ে যায় কাকদ্বীপ থানায়। এই আগুন লাগার কারণে এলাকায় বেশ চাঞ্চল্য ছড়িয়েছে, তবে হতাহতের কোন খবর নেই। 


স্টাফ রিপোর্টার মুন্না সরদার
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours