মৎস্যজীবীর জালে ধরা পড়লো ৯০ কেজি ওজনের শংকর মাছ, সেই মাছ দেখতে ভিড় স্থানীয় মানুষজনের

মুড়িগঙ্গা নদীতে মৎস্যজীবীর জালে পড়ল একটি বিশালাকৃতির শংকর মাছ। যার ওজন প্রায় ৯০ কেজি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার সকালে দক্ষিণ ২৪ পরগনা জেলার কাকদ্বীপের লট নম্বর এইট - এর দাসপাড়ার বাসিন্দা ভরত পুরকাইত, তার বাবা ও মাকে সঙ্গে নিয়ে ছোট ডিঙ্গি নৌকায় করে মুড়িগঙ্গা নদীতে মাছ ধরতে গিয়েছিলেন। মূলত মুড়িগঙ্গা নদীতে চিংড়ি মাছ ধরে পুরকাইত পরিবার। 

শনিবার দুপুরের পর হঠাৎই নদীতে পাতা জালে টান পড়ে। এরপরই তিন জন মিলে জালটি টেনে নৌকায় তোলার সময় হিমশিম খেয়ে যান। নৌকায় জালটি তোলার পর তাঁরা দেখেন, একটি বিশালাকৃতির শংকর মাছ তাদের জালে পড়েছে। সঙ্গে সঙ্গে তারা উপকূলে ফিরে আসে। পরে মাছটি নিশ্চিন্ত পুর মাছ মার্কেটের আড়ৎ - এ বিক্রি করেন। ২৪০ টাকা কেজি দরে ২২ হাজার টাকায় বিক্রি হয়েছে মাছটি। বিশাল আকৃতি শংকর মাছ পেয়ে কিছুটা হলেও অর্থের মুখ দেখলো পুরকাইত পরিবার। উপকূলের আসার পর এই বিশাল আকৃতির শংকর মাছটি দেখতে ভিড় জমান এলাকাবাসীরা।

স্টাফ রিপোর্টার মুন্না সরদার


Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours