কোহলিকে নিয়ে নানা জল্পনা অবশ্য উঠতে থাকে। প্রকাশ্যে আসে, তাঁর মা অসুস্থ। যদিও বিরাটের দাদা জানান সেটি ভুল তথ্য। প্রাক্তন ক্রিকেটার তথা বিরাটের বন্ধু এবি ডিভিলিয়ার্স জানান, অনুষ্কা সন্তান সম্ভবা। পিতৃত্বকালীন ছুটিতেই বিরাট কোহলি! ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টে বিরাট কোহলি ফিরছেন না কিনা তাও নিশ্চিত নয়। ভারত-ইংল্যান্ড তৃতীয় টেস্ট ১৫ ফেব্রুয়ারি থেকে। বাকি তিন ম্য়াচের স্কোয়াড এখনও ঘোষণা হয়নি।

বিরাট কবে ফিরছেন? হেড কোচ দ্রাবিড়ও জানেন না!


 ভারতীয় শিবিরে স্বস্তি-অস্বস্তি সবই রয়েছে। হায়দরাবাদ টেস্টে হেরে পাঁচ ম্যাচের সিরিজে পিছিয়ে পড়েছিল ভারত। বিশাখাপত্তনমে ইংল্যান্ডের বিরুদ্ধে ১০৬ রানের বিশাল ব্যবধানে জিতে সমতা ফিরিয়েছেন রোহিতরা। প্রথম ইনিংসে যশস্বী জয়সওয়াল ডাবল সেঞ্চুরি মেরেছেন, দ্বিতীয় ইনিংসে শুভমন গিলের সেঞ্চুরি। জসপ্রীত বুমরার অনবদ্য বোলিং। শুভমন গিলের চোট। রবীন্দ্র জাডেজাও চোটের কবলে। সব মিলিয়ে মিশ্র অনুভূতি। এর মধ্যে আরও একটা প্রশ্ন রয়েছে। বিরাট কোহলি। যার উত্তর রাহুল দ্রাবিডেরও জানা নেই! বিস্তারিত জেনে নিন এর এই প্রতিবেদনে।


ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের সিরিজ। প্রাথমিক ভাবে দু-ম্যাচের স্কোয়াড ঘোষণা করেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। প্রত্যাশিত ভাবেই স্কোয়াডে ছিলেন বিরাট কোহলি। যদিও শেষ মুহূর্তে ব্যক্তিগত কারণে প্রথম দু-ম্যাচ থেকে সরে দাঁড়ান। বোর্ডের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছিল, কোহলির ছুটি মঞ্জুর করা হয়েছে। বিরাটের ব্যক্তিগত জীবন নিয়ে যাতে কেউ কৌতুহলী না হয়ে পড়েন, সেই অনুরোধও করা হয় বোর্ডের তরফে।

কোহলিকে নিয়ে নানা জল্পনা অবশ্য উঠতে থাকে। প্রকাশ্যে আসে, তাঁর মা অসুস্থ। যদিও বিরাটের দাদা জানান সেটি ভুল তথ্য। প্রাক্তন ক্রিকেটার তথা বিরাটের বন্ধু এবি ডিভিলিয়ার্স জানান, অনুষ্কা সন্তান সম্ভবা। পিতৃত্বকালীন ছুটিতেই বিরাট কোহলি! ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টে বিরাট কোহলি ফিরছেন না কিনা তাও নিশ্চিত নয়। ভারত-ইংল্যান্ড তৃতীয় টেস্ট ১৫ ফেব্রুয়ারি থেকে। বাকি তিন ম্যাচের স্কোয়াড এখনও ঘোষণা হয়নি।


বিশাখাপত্তনম টেস্ট শেষে সাংবাদিক সম্মেলনে হেড কোচ রাহুল দ্রাবিড়ের কাছে জানতে চাওয়া হয়, বিরাটকে তৃতীয় টেস্টে পাওয়া যাবে কিনা। যদিও দ্রাবিড়ের মন্তব্যে আরও ধোঁয়াশা। হেড কোচ রাহুল দ্রাবিড় বলছেন, ‘এই প্রশ্নের উত্তর নির্বাচকরাই ভালো দিতে পারবেন। ওদেরই জিজ্ঞেস করা ভালো। খুব তাড়াতাড়িই স্কোয়াড ঘোষণা করবে নির্বাচন কমিটি। বিরাটের সঙ্গে আমরা যোগাযোগ করে দেখব, কী পরিস্থিতি।’
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours