কাকদ্বীপে SP অফিসের পেছনে মুড়িগঙ্গা নদীর চরে দাঁড়িয়ে থাকা একটি পন্যবাহী জাহাজে বিধ্বংসী আগুন।
৬ জানুয়ারি শনিবার দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কাকদ্বীপে লট নাম্বার এইটের এসপি অফিসের পেছনে মুড়িগঙ্গা নদীর চরে দাঁড়িয়ে থাকা একটি পন্যবাহী জাহাজে বিধ্বংসী আগুন।
মুহূর্তের মধ্যে দাউ দাউ করে জ্বলে ওঠে, জাহাজের ইঞ্জিন। খবর দেওয়া হয়েছে দমকলে। ঘটনাস্থলে হারুড পয়েন্ট কোস্টাল থানার পুলিশ বাহিনী পৌঁছায়। জাহাজের কেবিনের মধ্যে থাকা ওয়ারিং এর তারে ইলেকট্রিক শর্ট সার্কিটের জেরে এই অগ্নিকাণ্ড বলে প্রাথমিক অনুমান। তবে পণ্যবাহী এই জাহাজটির ভেতর বেশ কিছু পরিমাণে তেল মজুদ রয়েছে বলে জানা যায় । অপরদিকে জাহাজটির রিপেয়ারিংয়ের কাজ চলার কারণে জাহাজটিতে প্রচুর পরিমাণে গ্যাসের সিলিন্ডারও রয়েছে। জাহাজের ইঞ্জিন থেকে দ্রুততার সঙ্গে আগুন ছড়িয়ে পড়ে গোটা পন্যবাহী জাহাজের কেবিনে।
ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একটি ইঞ্জিন। দমকলের একটি ইঞ্জিনের প্রায় দেড় ঘন্টার প্রচেষ্টায় অবশেষে আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনে। তবে এই অগ্নিকাণ্ডের জেরে পন্যবাহী ওই জাহাজটির প্রায় তিন কোটি টাকার মত ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন জাহাজের ইনচার্জ এস কে জাহিদুল ইসলাম।
স্টাফ রিপোর্টার সৌরভ মন্ডল
Post A Comment:
0 comments so far,add yours