গতকালই তৃণমূল-আইএসএফের গোলমালে উত্তপ্ত হয় এলাকা। এই দলীয় পতাকা লাগানোকে কেন্দ্র করেই ভাঙড়ের খড়গাছি এলাকায় ব্যাপক ঝামেলা হয়। ভাঙড় ও চন্দনেশ্বর থানার বিশাল পুলিশ বাহিনী গিয়ে সেই পরিস্থিতি সামাল দেয়। এরইমধ্যে আজ শনিবার আবার এক ঘটনা।


আবারও উত্তপ্ত ভাঙড়, পোস্টার ঘিরে ISF-TMC সংঘর্ষ
আইএসএফ-তৃণমূল সংঘর্ষ ভাঙড়ে।
ভাঙড়: পতাকা লাগানোকে কেন্দ্র করে আবারও উত্তেজনা ভাঙড়ে। এবার ঘটনাস্থল ভাঙড়ের কৃষ্ণমাটি ব্রিজ এলাকা। ২১ জানুয়ারি আইএসএফের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে পোস্টার সাঁটানো হচ্ছিল। অভিযোগ, সেই সময় তৃণমূল সমর্থকরা সেই পোস্টার লাগাতে বাধা দেন। এই নিয়ে দু’পক্ষের মধ্যে বচসা বাধে। এরপরই হাতাহাতি শুরু হয় বলে অভিযোগ।


এমনকী তৃণমূলের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগও তোলে আইএসএফ। যদিও আইএসএফের অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। বরং তাদের দাবি, চালতাবেড়িয়া অঞ্চলের ছেলেরা পতাকা লাগানোর নাম করে ভগবানপুর অঞ্চলে ঢুকে পড়ে। সেখানে গোলমাল শুরু হয়। প্রতিবাদ করলে মারধর করা হয়। এমনকী আইএসএফের কর্মী সমর্থকরা গুলি চালিয়েছে বলে তৃণমূল অভিযোগ করে। ঘটনাস্থলে কলকাতা পুলিশের কাশীপুর ও পোলেরহাট থানার পুলিশ।


Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours