মকর সংক্রান্তির পূর্ণ লগ্নে গঙ্গাসাগর স্নান করলেন রাজ্যের তিন মন্ত্রী
১৫ই জানুয়ারি সোমবার মকর সংক্রান্তির পুণ্য লগ্নে
গঙ্গাসাগর স্নান করলেন রাজ্যের তিন মন্ত্রী পশ্চিমবঙ্গ সরকারের জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের মন্ত্রী পুলক রায়,পশ্চিমবঙ্গ সরকারের কৃষি মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় ও পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন দপ্তরের মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। এদিন সাগরের এক নম্বর স্নানঘাটে সাধারণ পুণ্যার্থীদের সঙ্গে মিশে স্নান করেন তিন মন্ত্রী। এদিন স্নানের পর পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী বিজেপির বিরুদ্ধে বিভাজনের রাজনীতির অভিযোগ তোলেন। দেশের শঙ্করাচার্যরাও সরব হয়েছেন রাম মন্দিরের উদ্বোধন নিয়ে৷ সাগরে পরিকাঠামো বৃদ্ধির ফলে এবার পুণ্যার্থী কোটিতে পৌঁছবে। এর পাশাপাশি কৃষি মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, বৈজ্ঞানিক ভিত্তিতে প্রযুক্তিকে কাজে লাগিয়ে পরিকাঠামো বৃদ্ধির ফলে এবার রেকর্ড পুণ্যার্থী সমাগম হয়েছে।
স্টাফ রিপোর্টার সৌরভ মন্ডল
Post A Comment:
0 comments so far,add yours