নিম্ন আদালত তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। সার্কিট বেঞ্চে চলছিল মামলার শুনানি। সম্প্রতি, সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়ে ছিলেন নিশীথ প্রামাণিক। তাঁর আইনজীবী সুপ্রিম কোর্টে আশঙ্কা প্রকাশ করেছিলেন যে তাঁর মক্কেলের গ্রেফতারির সম্ভাবনা রয়েছে। সেই কারণেই রক্ষাকবচ চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি।

আগাম জামিনের আবেদন মঞ্জুর হলেও আত্মসমর্পণের নির্দেশ নিশীথকে
নিশীথ প্রামাণিক

জলপাইগুড়ি: হাইকোর্টে স্বস্তি কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের। তাঁর আগাম জামিনের আবেদন মঞ্জুর করল আদালত। তবে নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে হবে তাঁকে। ২০১৮ সালে কোচবিহারের দিনহাটায় গুলি চালানোর একটি ঘটনা ঘটেছিল। তাতেই নাম জড়ায় কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর।


নিম্ন আদালত তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। এরপর হাইকোর্টের দ্বারস্থ হন মন্ত্রী। সার্কিট বেঞ্চে চলছিল মামলার শুনানি। কিন্তু সেখানেও রক্ষাকবচ পাননি তিনি। এরপর সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়ে ছিলেন নিশীথ প্রামাণিক। তাঁর আইনজীবী সুপ্রিম কোর্টে আশঙ্কা প্রকাশ করেছিলেন যে তাঁর মক্কেলের গ্রেফতারির সম্ভাবনা রয়েছে। সেই কারণেই রক্ষাকবচ চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি।

তবে শীর্ষ আদালত কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চেই মামলার শুনানির নির্দেশ দেয়। এরপর আজ সার্কিট বেঞ্চের ডিভিশন বেঞ্চ আগাম জামিনের আবেদন মঞ্জুর করে। পাশাপাশি পনেরো দিনের মধ্যে তাঁকে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে।


প্রসঙ্গত, ২০১৮ সালে কোচবিহারের দিনহাটায় এক ব্যক্তির উপর গুলি চালানো হয়। অভিযোগ ওঠে, ওই ব্যক্তিকে গুলি চালাতে নির্দেশ দিয়েছিলেন নিশীথ। তারপরই কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ দায়ের হয় পুলিশের কাছে। দীর্ঘসময় ধরে চলে মামলা। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলেও বিস্তর চাপানউতর শুরু হয়।


Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours