এদিনের কর্মসূচিতে দলবদলের নেতৃত্ব দিতে দেখা যায় তৃণমূল পরিচালিত বিষ্ণুপুর পঞ্চায়েত সমিতির প্রাক্তন সহ সভাপতি শমীক পাল ও সিপিএম এর প্রাক্তন লোকাল কমিটির সদস্য দয়াময় সিংহ। তাঁদের হাত ধরেই একশোটি পরিবার বিজেপিতে যোগ দেয়।
লোকসভার আগে ধাক্কা বাম-তৃণমূলের, লকেটের হাত ধরে পদ্মে একশো পরিবার
লকেটের হাত ধরে শক্তি বৃদ্ধি পদ্মের
বাঁকুড়া: সামনেই লোকসভা নির্বাচন (Loksabha Election)। সলতে পাকানোর কাজ চলছে পুরোদমে। এরইমধ্যে ফের বড়সড় ভাঙন তৃণমূল, সিপিএমে। দুই শিবির ছেড়ে প্রায় একশোটি পরিবার যোগ দিল বিজেপিতে। বাঁকুড়ার গঙ্গাজলঘাটি ব্লকের গোবিন্দধাম এলাকায় এদিন একটি দলীয় কর্মসূচিতে গিয়েছিলেন বিজেপি (BJP) সাংসদ লকেট চট্টোপাধ্যায়। তিনিই দলে নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দেন। এই দলবদলকে কেন্দ্র করেই বর্তমানে জেলার রাজনৈতিক মহলে চলছে জোর চর্চা।
এদিনের কর্মসূচিতে দলবদলের নেতৃত্ব দিতে দেখা যায় তৃণমূল পরিচালিত বিষ্ণুপুর পঞ্চায়েত সমিতির প্রাক্তন সহ সভাপতি শমীক পাল ও সিপিএম এর প্রাক্তন লোকাল কমিটির সদস্য দয়াময় সিংহ। তাঁদের হাত ধরেই একশোটি পরিবার বিজেপিতে যোগ দেয়। লোকসভা নির্বাচনের আগে এই বিশাল যোগদান পর্ব দলের কর্মীদের মনোবল আরও অনেকটাই বাড়াবে বলে মনে করেছেন স্থানীয় বিজেপি নেতৃত্ব। বিষ্ণুপুর পঞ্চায়েত সমিতির প্রাক্তন সহ সভাপতি শমীক পালের দাবি, আসলে তৃণমূলের কোনও নৈতিকতাই নেই। কয়লা চোর, বালি চোরে দলটা ভরে গিয়েছে। তাই চোরেদের দল ছেড়ে জাতীয়তাবাদী ভাবনায় উদ্বুদ্ধ হয়ে বিজেপিতে এলেন তাঁরা।
Post A Comment:
0 comments so far,add yours