মঙ্গলবারের জয়নগরের একটি সরকারি অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরকারের জনমুখী প্রকল্পের একাধিক বিষয়ে আলোচনা করেন তিনি। এ প্রসঙ্গে আজীবন লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা পাওয়ার প্রসঙ্গও তুলে ধরেন। জানান, আজীবন লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা পাবেন মহিলারা।


আজীবন লক্ষ্মীর ভাণ্ডার পাবেন মহিলারা! তবে...
লক্ষ্মীর ভাণ্ডার প্রসঙ্গে মমতা


জয়নগর: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম জনপ্রিয় প্রকল্প হল ‘লক্ষ্মীর ভাণ্ডার’। এই প্রকল্পের আওতায় পাঁচশো টাকা করে ভাতা পান মহিলারা। মঙ্গলবারের জয়নগরের একটি সরকারি অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরকারের জনমুখী প্রকল্পের একাধিক বিষয়ে আলোচনা করেন তিনি। এ প্রসঙ্গে সারা জীবন লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা পাওয়ার প্রসঙ্গও তুলে ধরেন। জানান, আজীবন লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা পাবেন মহিলারা। তবে…

মূলত, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প যে সময়ে চালু হয় সেই সময় বয়সের বাধ্যবাধকতা ছিল পঁচিশ থেকে ষাট বছর। মমতা আগেই জানিয়েছিলেন, ষাট বছর পার করার পর লক্ষ্মীর ভাণ্ডারের প্রাপকরা বার্ধক্য ভাতার আওতায় চলে আসবেন। ফলে তাঁরা ১০০০ টাকা করে ভাতা পাবেন। আজ জয়নগরের সভা থেকেই সেই বিষয়টি পুনরায় স্পষ্ট করে জানান মুখ্যমন্ত্রী।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours