জানুয়ারি মাসের শেষের দিকেই উত্তরবঙ্গে যেতে পারেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। কোচবিহার সফরে যাওয়ার কথা রয়েছে তাঁর। সূত্র মারফত জানা যাচ্ছে, প্রশাসনিক সভার পাশাপাশি দলীয় কর্মিসভাও করতে পারেন তিনি। এদিকে আবার বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীরও চলতি মাসের শেষ দিকে উত্তরবঙ্গে দলীয় কর্মসূচিতে যাওয়ার কথা রয়েছে বলে জানা যাচ্ছে।


মমতা-শুভেন্দু দ্বৈরথের অপেক্ষায় উত্তরবঙ্গ! তপ্ত হচ্ছে রাজনীতির বাতাবরণ
মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারী


কলকাতা: লোকসভা ভোটের দামামা বেজে গিয়েছে বাংলায়। বাকি আর হাতে গোনা কয়েকটা মাস। তপ্ত হয়ে উঠছে রাজ্য রাজনীতির বাতাবরণ। নিয়োগ দুর্নীতি, রেশন দুর্নীতি, গরু পাচার, কয়লা পাচার থেকে শুরু করে একের পর এক অভিযোগে তৃণমূলকে বিঁধছে বিজেপি। পাল্টা তৃণমূলও নাগাড়ে আক্রমণ শানিয়ে যাচ্ছে একশো দিনের কাজের টাকা, আবাসের টাকার ইস্য়ুতে। এসবের মধ্যেই এবার বাংলায় যুযুধান দুই পক্ষের দুই মুখের ঠোকাঠুকির সম্ভাবনা উত্তরবঙ্গে। জানুয়ারি মাসের শেষের দিকেই উত্তরবঙ্গে যেতে পারেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। কোচবিহার সফরে যাওয়ার কথা রয়েছে তাঁর। সূত্র মারফত জানা যাচ্ছে, প্রশাসনিক সভার পাশাপাশি দলীয় কর্মিসভাও করতে পারেন তিনি।
এদিকে আবার বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীরও চলতি মাসের শেষ দিকে উত্তরবঙ্গে দলীয় কর্মসূচিতে যাওয়ার কথা রয়েছে বলে জানা যাচ্ছে। তাঁরও গন্তব্য কোচবিহারই। জানা যাচ্ছে, আগামী ১৯ জানুয়ারি কোচবিহারের মেখলিগঞ্জে সভা করার কথা রয়েছে শুভেন্দু অধিকারীর। লোকসভা ভোটের মুখে বঙ্গ রাজনীতির দুই মহারথীর দ্বৈরথের অপেক্ষায় তপ্ত হচ্ছে রাজ্য রাজনীতির বাতাবরণ।


Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours