রঞ্জি ট্রফিতে এ মরসুমে দ্বিতীয় ম্যাচে নামছে বাংলা। কানপুরের গ্রিন পার্কে ম্যাচ। বাংলার জন্য গ্রিনটপ অপেক্ষা করছে! এমনটাই খবর। উত্তরপ্রদেশ খুবই ভালো দল। কয়েক মরসুম ধারাবাহিক ভালো খেলছে। তাদের স্টার প্লেয়ার রিঙ্কু সিংকে অবশ্য এই ম্যাচে পাওয়া যাবে না। মরসুমের প্রথম ম্যাচেই দুর্দান্ত ইনিংস খেলেছিলেন রিঙ্কু সিং। আপাতত জাতীয় দলে রিঙ্কু। তিনি না থাকলেও বাংলার মাথাব্যাথা হয়ে দাঁড়াতে পারেন আইপিএলের সেনসেশন।

গ্রিনপার্কে সৌরভদের অপেক্ষায় গ্রিন টপ ও আইপিএল সেনসেশন!

কলকাতা: রঞ্জি ট্রফির শুরুটা আরও ভালো হতে পারতো বাংলার। অন্ধ্র প্রদেশের বিরুদ্ধে এ বারের রঞ্জি অভিযান শুরু হয়েছে। অভিষেককারী ওপেনার সৌরভ পাল, আর এক তরুণ তরুণ ব্যাটার অভিষেক পোড়েলের হাফসেঞ্চুরি। অভিজ্ঞ অনুষ্টুপ মজুমদারের সেঞ্চুরি। প্রথম ইনিংসে ৪০০ প্লাস রান করেছিল বাংলা। দ্রুত প্রতিপক্ষর তিন উইকেটও ফেলে দেয়। প্রত্যাশা ছিল প্রথম ইনিংসে লিড নিতে পারবে বাংলা। অন্তত তিন পয়েন্টের প্রত্যাশা ছিলই। যদিও রিকি ভুইয়ের অনবদ্য ইনিংসে বাংলার প্রাপ্তি মাত্র এক পয়েন্ট। দ্বিতীয় ম্যাচে বাংলার প্রতিপক্ষ উত্তরপ্রদেশ। ম্যাচের বিস্তারিত জেনে নিন এই প্রতিবেদনে।


রঞ্জি ট্রফিতে এ মরসুমে দ্বিতীয় ম্যাচে নামছে বাংলা। কানপুরের গ্রিন পার্কে ম্যাচ। বাংলার জন্য গ্রিনটপ অপেক্ষা করছে! এমনটাই খবর। উত্তরপ্রদেশ খুবই ভালো দল। কয়েক মরসুম ধারাবাহিক ভালো খেলছে। তাদের স্টার প্লেয়ার রিঙ্কু সিংকে অবশ্য এই ম্যাচে পাওয়া যাবে না। মরসুমের প্রথম ম্যাচেই দুর্দান্ত ইনিংস খেলেছিলেন রিঙ্কু সিং। আপাতত জাতীয় দলে রিঙ্কু। তিনি না থাকলেও বাংলার মাথাব্যাথা হয়ে দাঁড়াতে পারেন আইপিএলের সেনসেশন।
দুবাইয়ে আইপিএলের মিনি অকশনে চেন্নাই সুপার কিংস নিয়েছে উত্তরপ্রদেশের এক বিধ্বংসী ব্যাটারকে। ৮কোটির বেশি দর পেয়েছেন সমীর রিজভি। তাঁকে ডান হাতি সুরেশ রায়নাও বলা হয়। বাংলার বোলিংয়ে ঈশান পোড়েল, আকাশ দীপের মতো দুই অভিজ্ঞ পেসার রয়েছেন। তেমনই গত ম্যাচে অভিষেক করা মহম্মদ কাইফের কথা ভুললেও চলবে না। অভিষেকেই নজর কেড়েছেন মহম্মদ সামির ভাই। অভিজ্ঞতা বাড়লে বাংলা বোলিংয়ের বড় ভরসা হয়ে উঠতে পারেন। বাংলার বোলিংয়ের কাছে তেমনই চ্যালেঞ্জ হয়ে উঠতে পারেন সমীর রিজভি।


পিচে ঘাস থাকলে বাংলার কম্বিনেশনেও বদল হওয়ার সম্ভাবনা প্রবল। বাংলা শিবিরের প্রত্যাশা থাকবে অধিনায়ক তথা অভিজ্ঞ মনোজ তিওয়ারির ব্যাটে বড় রান আসুক। মনোজ ফর্মে থাকলে অনেক কিছুই সম্ভব। অভিষেক ম্যাচে ভরসা দিয়েছিলেন ওপেনার সৌরভ পাল। অল্পের জন্য সেঞ্চুরি মিস হয়েছিল। সেই আক্ষেপ কি গ্রিনপার্কেই পূরণ হবে?
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours