দাদাগিরির মঞ্চে সৌরভের জন্য দিদুনের হাতে বানানো পিঠে নিয়ে এসেছিলেন তিয়াসা রায়। দিদুনের হাতে বানানো পিঠে তাই ডায়েট ভুলেই চেখে দেখলেন সৌরভ।
সুন্দরী তিয়াসার অনুরোধে এত বছরের প্রতিজ্ঞা ভাঙলেন সৌরভ!
এত বছরের প্রতিজ্ঞা ভাঙলেন সৌরভ!
যা করেননি এতদিন, এবার তাই করলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সুন্দরী নায়িকা তিয়াসা লেপচার আবদার কিছুতেই ফেলতে পারলেন না তিনি। স্বাস্থ্য নিয়ে যথেষ্ট সচেতন সৌরভ। ডায়েট থেকে বহুদিন হল ছেঁটে ফেলেছেন চিনি। তবে তিনি খাদ্যরসিক। তাই সামনে লোভনীয় পিঠে ও একই সঙ্গে নায়িকার আবদার ফেলতেই পারলেন না সৌরভ।
দাদাগিরির মঞ্চে সৌরভের জন্য দিদুনের হাতে বানানো পিঠে নিয়ে এসেছিলেন তিয়াসা রায়। দিদুনের হাতে বানানো পিঠে তাই ডায়েট ভুলেই চেখে দেখলেন সৌরভ। এখানেই কিন্তু শেষ নয়, নারকেলের পুর জোটেনি প্রথমে, তাই তাও চেয়ে নিতে দেখা গেল তাঁকে। একই সঙ্গে করলেন গালভরা প্রশংসাও। নেটিজেনদের মন্তব্য, “যতই যাই করুন না কেন, দিনের শেষ আপনি যে বাঙালি। পিঠের মোহ ফেলবেনই বা কী করে?”
গত বছরই স্বামী সুবান রায়ের সঙ্গে বিচ্ছেদ হয়েছে তিয়াসার। শোনা যাচ্ছিল টলিপাড়ার অভিনেতা সোহেলের সঙ্গে এই মুহূর্তে সম্পর্কে রয়েছেন তিনি। সম্প্রতি এক রিয়ালিটি শো-য়ে এসেছিলেন তিনি। সেখানেই তিয়াসা জানান ২০২৫-এর অক্টোবরের পর বিয়ে করছেন তিনি। কিন্তু কাকে? হেসে তিয়াসা বলেছিলেন, “এবার একটা ছেলে পেলেই হল।” এর পরেই প্রশ্ন ওঠে তবে কি সেই সম্পর্কে বিচ্ছেদ হয়ে গিয়েছে। তিয়াসা যদিও নীরব।
Post A Comment:
0 comments so far,add yours