বকখালিতে, মাত্র ২৪ বছর বয়সে কবি ধ্রুব বিকাশ মাইতির একসাথে পাঁচটি কাব্যগ্রন্থ প্রকাশ
প্রত্যন্ত গ্রামবাংলা থেকে কবিতার আকাশে এখন উজ্জ্বল নক্ষত্রের মতো জ্বলজ্বল করছেন কবি ধ্রুব বিকাশ মাইতি।বয়স মাত্র ২৪ বছর। এই বয়সে দুঃসাহস বললেও ভুল বলা হবে, এর আগে কেউ এমন দুঃসাহস দেখায়নি বলে মনে হয়,একসঙ্গে পাঁচটি কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন হল বকখালিতে। দক্ষিন ২৪ পরগনা জেলার নামখানার দেবনগরের বাসিন্দা ২৪ বছর বয়সী কবি ধ্রুব বিকাশ মাইতির পাঁচটি কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন হল। মোড়ক উন্মোচন অনুষ্ঠানটি আয়োজন করে সমুদ্র জানালা কবিতাপত্রের। প্রত্যেকটি কাব্যগ্রন্থ ভিন্ন ভাবনার।প্রত্যেকটি কাব্যগ্রন্থ কবি বাংলা ভাষাকে উৎসর্গ করেছে। পাঁচটি কাব্যগ্রন্থের মধ্যে ''অথবা জলচক্র''কাব্যগ্রন্থটি আধুনিক কবিতা। "বান্ধবী"কাব্যগ্রন্থটি একটি সিরিজ কবিতা।"বোতাম বিশ্বাসের মতো"কাব্যগ্রন্থটি একটি হাইকু কবিতা।" চাঁদ হাতে কুরুক্ষেত্র"কাব্যগ্রন্থটি একটি অনু পরমানু কবিতা।"পাথর চাপা চিৎকার" একটি স্বাধীন গদ্য কবিতা।এদিন মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত হয়ে দক্ষিন ২৪ পরগনা জেলা পরিষদের সহকারী সভাপতি তথা জিবিডিএ এর চেয়ারম্যান শ্রীমন্ত কুমার মালী বলে
নামখানা ব্লকে একজন প্রতিভা বিকশিত হলো। ধ্রুববিকাশের প্রতিভা বিকশিত হল তার কবিতার লেখনীর মাধ্যমে। আমি খুবই আপ্লুত। খুবই অল্প বয়সে একসঙ্গে এই পাঁচটি কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন৷ করলো ধ্রুব বিকাশ। এটি নামখানা ব্লকের একটি মাইলস্টোন।এই প্রথম নামখানা ব্লকের কোনো কবি একসঙ্গে ৫ টি কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন করল। এর জন্য আমরা গর্বিত। আমরা সব সময় এদের পাশে থাকবো।এদিন বিশিষ্ট কবি সৌগত প্রধান বলেন কবি ধ্রুব বিকাশ মাইতি আমাদের নামখানার গর্ব। এই অল্প বয়সের একটি ছেলের পাঁচটা ভাবনার পাঁচটা কাব্যগ্রন্থ প্রকাশ করা খুব সহজ নয়। বিষয়টি আমাদেরকে অবাক করে দিয়েছে। পাঁচটি কাব্যগ্রন্থ একসঙ্গে প্রকাশ করে নামখানা ব্লককে অনেক উঁচুতে পৌঁছে দিলো।ওর সাফল্য কামনা করি।ওর যা লেখনির হাত,ওর যা চিন্তাভাবনা বাংলা ভাষার কবিতাকে আরও উন্নত করবে এই আশা রাখি।ওআরও এগিয়ে যাক।এছাড়াও
এদিন মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবী ধীরেন কুমার দাশ, নামখানা পঞ্চায়েত সমিতির সভাপতি অভিষেক দাস, নামখানা থানার ভারপ্রাপ্ত আধিকারিক বিভাস সরকার, ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার ভারপ্রাপ্ত আধিকারিক হৃদ্ধি সরকার, নামখানা গ্রাম পঞ্চায়েতের প্রধান গুরুপদ মালি,নামখানা পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধক্ষ্য নীলকন্ঠ বর্মন প্রমুখ,কবির বাবা আলোক বরন মাইতি,মা আরতী মাইতি কাকু অনাথ বরন মাইতি প্রমুখ।তার কবিতার বই নিয়ে আলোচনা করেন কবি শরৎ চট্ট্যোপাধ্যায়, কবি স্বপন কুমার দাস, কবি বীরেন্দ্র কৃষ্ণ পড়ুয়া, কবি সুনেন্দু পাত্র ও কবি সৌগত প্রধান প্রত্যেকেই উচ্ছ্বসিত ।
প্রত্যেকের একটাই কথা ধ্রব নামখানার গর্ব,বকখালির গর্ব,পুরো বাংলার গর্ব।ও আরও এগিয়ে যাক।
Post A Comment:
0 comments so far,add yours