গৃহবধূকে মেরেকে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ,গ্রেফতার স্বামী ও শাশুড়ি
এক গৃহবধূকে মেরে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠল শ্বশুরবাড়ির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে নামখানা থানার হরিপুর গ্রামে। মৃত গৃহবধূর নাম মৌমিতা মন্ডল বেরা । বয়স ১৮ বছর। পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত প্রায় ৮ মাস আগে নামখানার পাতিবুনিয়ার মৌমিতার সঙ্গে হরিপুরের বুদ্ধদেব মন্ডলের প্রেম করে বিয়ে হয়। প্রথমের দিকে সব ঠিকঠাক ছিল। কয়েক মাস পর থেকে মৌমিতার উপর তার স্বামী ও শাশুড়ি অত্যাচার করত বলে অভিযোগ। এরপর সোমবার সকালে মৌমিতার ঝুলন্ত দেহ উদ্ধার হয়।
এ বিষয়ে মৌমিতার বাপের বাড়ির লোকজন নামখানা থানায় একটি অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ মৌমিতার স্বামী বুদ্ধদেব মন্ডল ও শাশুড়ি কাঞ্চন মণ্ডলকে গ্রেফতার করেছে।ধৃতদের মঙ্গলবার দিন কাকদ্বীপ আদালতে তোলা হয়। মৌমিতার দেহ উদ্ধার করে পুলিস ময়নাতদন্তের জন্য কাকদ্বীপ মহকুমা হাসপাতালের মর্গে পাঠিয়েছে। যদিও পুরো ঘটনার তদন্ত শুরু করেছে নামখানা থানার পুলিশ।
Post A Comment:
0 comments so far,add yours