প্রাথমিক শিক্ষা পর্ষদের ঘোষণা অনুযায়ী, ২৪ ডিসেম্বর দুপুর ১২টা থেকে আড়াইটা পর্যন্ত টেট পরীক্ষা হওয়ার কথা। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, অনিবার্য কারণবশত পরীক্ষার দিন পরিবর্তন করা হয়েছে। সঠিক কোনও কারণের কথা উল্লেখ করা হয়নি।

 গীতাপাঠের দিনই TET না করতে হাইকোর্টে মামলা দিলীপ ঘোষের
হাইকোর্টে মামলা দিলীপের
কলকাতা: লক্ষ কন্ঠে গীতাপাঠের আয়োজন করা হয়েছে কলকাতায়। আগামী ২৪ ডিসেম্বর সেই দিন ধার্য করা হয়েছে আগেই। ওই একই দিনে হবে প্রাথমিক নিয়োগের টেট পরীক্ষা। প্রথমে ১০ ডিসেম্বর পরীক্ষা নেওয়ার কথা বলা হলেও পরে ওই দিন বদল করেছে রাজ্য। দিন বদল নিয়ে আগেই প্রশ্ন তুলেছেন রাজ্য বিজেপির নেতারা। এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন দলের প্রাক্তন রাজ্য সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ। সোমবার প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি। মামলা দায়ের করার অনুমতি দিয়েছে আদালত। দিলীপ ঘোষের দাবি, ২৪ ডিসেম্বরে কলকাতায় কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। ওই দিন টেট পরীক্ষা হলে রাস্তায় যানজট তৈরি হবে।

প্রাথমিক শিক্ষা পর্ষদের ঘোষণা অনুযায়ী, ২৪ ডিসেম্বর দুপুর ১২টা থেকে আড়াইটা পর্যন্ত টেট পরীক্ষা হওয়ার কথা। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, অনিবার্য কারণবশত পরীক্ষার দিন পরিবর্তন করা হয়েছে। সঠিক কোনও কারণের কথা উল্লেখ করা হয়নি।

Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours