নিত্যদিনের মতোই এসএসকেএম-এ তখন রোগীদের ভিড়। নিচে লম্বা লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছেন রোগীরা। ওদিকে নিজের কেবিনের জানালায় তখনও দাঁড়িয়ে বালু। পরনে হাসপাতালের দেওয়া নীল রঙের পোশাক। নিচে আগত রোগী বা রোগীর পরিজনদের একাংশের চোখ তখন উপরে চলে গিয়েছে। কেউ কেউ ধীরে ধীরে বলাবলি করছেন, 'ওই দেখো জ্যোতিপ্রিয় মল্লিক'।
এর জানালায় খিলখিলিয়ে হাসি বালুর, ডাকতেই সরে গেলেন টুক করে
হাসপাতালের কেবিনে জ্যোতিপ্রিয় মল্লিক
কলকাতা: শারীরিক অসুস্থতা নিয়ে এখনও এসএসকেএম-এ ভর্তি রয়েছেন রেশন দুর্নীতি মামলায় গ্রেফতার রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তাঁর মাথা ঘোরার সমস্যাই মূলত ভাবাচ্ছে চিকিৎসকদের। তবে সোমবার রাজ্যের মন্ত্রীকে আপাত দৃষ্টিতে বেশ চনমনেই দেখাল। হাসপাতালের জানলার সামনে হাসিমুখে দাঁড়িয়ে ছিলেন তিনি। যদিও ক্যামেরা দেখেই নিজেকে আড়াল করলেন বালু।
নিত্যদিনের মতোই এসএসকেএম-এ তখন রোগীদের ভিড়। নিচে লম্বা লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছেন রোগীরা। ওদিকে নিজের কেবিনের জানালায় তখনও দাঁড়িয়ে বালু। পরনে হাসপাতালের দেওয়া নীল রঙের পোশাক। নিচে আগত রোগী বা রোগীর পরিজনদের একাংশের চোখ তখন উপরে চলে গিয়েছে। কেউ কেউ ধীরে ধীরে বলাবলি করছেন, ‘ওই দেখো জ্যোতিপ্রিয় মল্লিক’।
সেই মুহূর্তে টিভি ৯ বাংলার ক্যামেরাও ঘুরল বালুর দিকে। নিচে থেকে বালু দা…বালু দা কেমন আছেন? বলে ডাকতেই তাকালেন মন্ত্রী। কিন্তু কোনও কথা বললেন না। ডাক দেওয়া মাত্র জানলা থেকে নিজেকে আড়াল করলেন। টেনে দিলেন কাচ। এসএসকেএম-এ আগত এক রোগীর পরিবার বলছেন, “ওই জ্যোতিপ্রিয় মল্লিক ছিলেন। যেই ওনাকে ডাকা হল উনি সরে গেলেন। আমরা দেখলাম তো।” হাসপাতালে আগত আরও এক মহিলা বললেন, “ওই তো আপনারা ডাকলেন, তার আগে অবধি তো উনি জানালার কাছেই ছিলেন। সরে গেলেন।
Post A Comment:
0 comments so far,add yours