পাঁচ বারের আইপিএল চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স রোহিত শর্মার জায়গায় হার্দিক পান্ডিয়াকে দলের নতুন নেতা করেছে। MI টিম ম্যানেজমেন্টের এই সিদ্ধান্তে বিরাট ক্ষুব্ধ মুম্বই ইন্ডিয়ান্সের ও রোহিত শর্মার ভক্তরা। সোশ্যাল মিডিয়া জুড়ে ছড়িয়ে পড়েছে রোহিত ভক্তদের প্রতিবাদমুখর বার্তা।
এ বার মুম্বই ইন্ডিয়ান্সকে ধিক্কার জানাল চেন্নাই সুপার কিংসের ভক্তরাও।
রোহিতকে ফেয়ারওয়েল ধোনির, MI-কে ধিক্কার CSK ভক্তদের
রোহিতকে ফেয়ারওয়েল ধোনির, MI-কে ধিক্কার CSK ভক্তদের
চিপক: মুম্বই ইন্ডিয়ান্সে ক্যাপ্টেন রোহিত শর্মার (Rohit Sharma) জমানা শেষ। এক যুগ মুম্বইকে সাফল্যে মুড়িয়ে দিয়েছিলেন রোহিত শর্মা। এ বার তাঁর মসনদে বসলেন হার্দিক পান্ডিয়া। শুক্র-সন্ধেতে মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) একটা ঘোষণা দলের সমর্থকদের মধ্যে বিক্ষোভের আগুন জ্বালিয়ে দিয়েছে। রবিবারও ছবিটা বদলায়নি। রোহিতের ভক্তরা মুম্বই ইন্ডিয়ানকে ধিক্কার জানাচ্ছে। MI-তে রোহিতকে ক্যাপ্টেন হিসেবে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত শুধু মুম্বই ভক্তরাই নয়, একাধিক ক্রিকেট প্রেমী মেনে নিতে পারছেন না। এরই মাঝে রোহিতকে ফেরালওয়েল দিল মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) চেন্নাই সুপার কিংস। এবং রোহিতের পাশে দাঁড়িয়েছেন চেন্নাইয়ের সমর্থকরাও।
মহেন্দ্র সিং ধোনির আইপিএল টিম চেন্নাই সুপার কিংস ইন্সটাগ্রামে একটি ভিডিয়ো শেয়ার করেছে। যেখানে আইপিএলের সময় ধোনির সঙ্গে রোহিতের কাটানো কিছু মুহূর্ত এবং টসের সময়ের কয়েকটি ছবি তুলে ধরা হয়েছে। ক্যাপশনে লেখা হয়, ‘২০১৩-২০২৩ : এক যুগের চ্যালেঞ্জ! অনেক শ্রদ্ধা রোহিত!’
Post A Comment:
0 comments so far,add yours