মুম্বইয়ের অন্যতম জনপ্রিয় প্রতিযোগিতা কাঙ্গা লিগ। স্কুল পড়ুয়াদের এই টুর্নামেন্ট থেকে অনেক তারকা ক্রিকেটারদের উঠে আসা। একটা সময় অবধি কণিষ্ঠতম ক্রিকেটার হিসেবে এই টুর্নামেন্টে খেলার রেকর্ড ছিল সরফরাজ খানের। ১০ বছর বয়সে এই টুর্নামেন্টে খেলেছিলেন সরফরাজ। সেই রেকর্ড ভেঙে দেন তাঁর ভাই মুশির খান। দশ বছর আগের ঘটনা। অভিষেক ম্যাচে এক ঘণ্টার বেশি সময়, ৪২টি ডেলিভারি সামলেছিলেন মুশির।
ছয় ছক্কার নায়ককে আউট করেছিলেন আট বছরের মুশির! IPL নিলামে নজরে 'সেই' খুদে
কলকাতা: সময় এগিয়ে আসছে আইপিএল নিলামের। তেমনই যেন তালিকায় থাকা ক্রিকেটারদের হৃদস্পন্দনও বাড়ছে। তারকা ক্রিকেটারদের দিকে নজর থাকাটাই স্বাভাবিক। তরুণরাও কিন্তু পিছিয়ে নেই। তেমনই এক ‘খুদে’ ক্রিকেটারের দিকেও নজর থাকবে। তার অন্যতম কারণ মাত্র আট বছর বয়সেই আউট করেছিলেন যুবরাজ সিংকে! অবাক করা হলেও এটাই সত্যি। নিলামে রেজিস্টার করেছেন সেই ক্রিকেটার। তালিকায় নামও রয়েছে। ছয় ছক্কার নায়ককে যিনি আউট করেছিলেন আট বছরেই, তাঁকে নিয়ে একটা আলোচনা করা প্রয়োজন। বিস্তারিত রইল এর এই প্রতিবেদনে।
মুম্বইয়ের অন্যতম জনপ্রিয় প্রতিযোগিতা কাঙ্গা লিগ। স্কুল পড়ুয়াদের এই টুর্নামেন্ট থেকে অনেক তারকা ক্রিকেটারদের উঠে আসা। একটা সময় অবধি কণিষ্ঠতম ক্রিকেটার হিসেবে এই টুর্নামেন্টে খেলার রেকর্ড ছিল সরফরাজ খানের। ১০ বছর বয়সে এই টুর্নামেন্টে খেলেছিলেন সরফরাজ। সেই রেকর্ড ভেঙে দেন তাঁর ভাই মুশির খান। দশ বছর আগের ঘটনা। অভিষেক ম্যাচে এক ঘণ্টার বেশি সময়, ৪২টি ডেলিভারি সামলেছিলেন মুশির।
সদ্য অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপ হয়েছে। এশিয়া কাপে অনবদ্য পারফরম্যান্স মুশির খানের। প্রথম শ্রেনির ক্রিকেটেও খেলেছেন। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নিলামে নাম রয়েছে মুশিরের। তাঁর দিকে আগ্রহ দেখাবে অনেক ফ্র্যাঞ্চাইজি। ভারতের মাটিতে যে কোনও পিচেই গুরুত্বপূর্ণ ভূমিকা নেন স্পিনাররা। মুশিরের ব্যাটের হাত খুবই ভালো। তাঁর আরও একটা মজার ঘটনা রয়েছে। সেটিও দশ বছর আগের।
একটি প্রীতি ম্যাচে খেলছিলেন যুবরাজ সিং। ২০০৭ সালে টি-টোয়েন্টি এবং ২০১১ সালে ওয়ান ডে বিশ্বকাপে ভারতের চ্যাম্পিয়ন হওয়ার নেপথ্যে যাঁর সবচেয়ে বড় অবদান। দুটি বিশ্বকাপেই সেরার পুরস্কার জিতেছিলেন যুবরাজ সিং। সেই যুবরাজ সিংকে আউট করেছিলেন ৮ বছরের মুশির খান। তারপরই সেই খুদের বক্তব্য ছিল, ‘আমি সচিন তেন্ডুলকরের মতো ব্যাট করতে চাই ও ড্যানিয়েল ভেত্তোরির মতো বোলিং।’ এখনও অবধি লক্ষ্যে সফল। নতুন বছরের শুরুতেই অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ। ভারতের স্কোয়াডে রয়েছেন মুশির। ১৯ ডিসেম্বরের নিলামেও নজর থাকবে যুবিকে আউট করা মুশিরের দিকে
Post A Comment:
0 comments so far,add yours