শনিবার বিকাল চারটে পর্যন্ত নবান্নের সামনে ধরনায় বসতে পারবেন ডিএ আন্দোলনকারীরা। এটাকে 'বড় জয়' হিসাবেই দেখছেন আন্দোলনকারী সরকারি কর্মচারীরা। 


 মুখ পুড়ল রাজ্যের, নবান্নে ধরনায় আদালতে DA আন্দোলনকারীদের 'বড় জয়'
কলকাতা হাইকোর্টে ডিএ আন্দোলনকারীদের বড় জয়

কলকাতা: নবান্নের সামনে ডিএ আন্দোলনকারীদের ধরনায় সিঙ্গল বেঞ্চের অনুমতিকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গিয়েছিল রাজ্য। কিন্তু সেখানেই ধাক্কা খেল রাজ্য। শুক্রবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ শর্তসাপেক্ষে ডিএ আন্দোলনকারীদের ধরনা কর্মসূচিতে অনুমতি দেয়। শনিবার বিকাল চারটে পর্যন্ত নবান্নের সামনে ধরনায় বসতে পারবেন ডিএ আন্দোলনকারীরা। এটাকে ‘বড় জয়’ হিসাবেই দেখছেন আন্দোলনকারী সরকারি কর্মচারীরা।
ডিভিশন বেঞ্চ স্পষ্ট করে আন্দোলনকারীদের বলে দিয়েছে, কোনও অবমাননাকর ও প্ররোচনামূলক মন্তব্য করা যাবে না। মূলত আন্দোলনকারীদের ধরনা কর্মসূচি ছিল ২২-২৪ তারিখ পর্যন্ত। কিন্তু যেহেতু উৎসবের মরশুম শুরু হয়ে গিয়েছে, মানুষের মধ্যে উদ্দীপনা বেড়ে গিয়েছে, তাই এই কর্মসূচি দীর্ঘস্থায়ী করা যাবে না। এদিনের শুনানির সময়ে এজি কিশোর দত্তকে প্রধান বিচারপতি বলেন, “আমরা সংবাদপত্রে পড়েছি, ধর্নার অনুমতি পেয়েছে। এজি কিশোর দত্ত বলেন, “সিঙ্গল বেঞ্চের তরফে অনুমতি দেওয়া হলেও তার সঙ্গে সহমত নয় রাজ্য। আরও অন্যান্য জায়গা আছে। সাধারণত এখানে ধর্না হয় না। পরিবহন দফতরের জায়গা। ২২ থেকে ২৪ ডিসেম্বর করবে বলে অনুমতি পেয়েছেন আন্দোলনকারীরা।”

আন্দোলনকারীদের তরফে আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায় বলেন, “ওই এলাকা পুরো ফাঁকা। শনি ও রবিবার ধর্না হবে। রবিবার সকালে বেরিয়ে যাব।” এরপর প্রধান বিচারপতি আইনজীবীকে বলেন, “এটা উৎসবের মরশুম। পার্কষ্ট্রিট সেজে উঠেছে। আগেও বারবার বলেছি এরাজ্যে এটা নতুন নয়। প্রায় এক বছর ধরে আপনাদের অবস্থান চলছে। মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই ডিএ ঘোষণা করেছেন।”
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours