আবার সেনা ট্রাকের উপর অতর্কিতে হামলা চালাল জঙ্গিরা। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলায়। তবে বড় কিছু ঘটার আগেই জওয়ানরা পাল্টা গুলি চালানো শুরু করে। তারপর দু-পক্ষের মধ্যে গুলির লড়াই শুরু হয়। একমাসের মধ্যে এই নিয়ে দু-বার জঙ্গি হামলা হয়।

ফের সেনা ট্রাকের উপর জঙ্গি হামলা, নিহত ৪ জওয়ান
ফাইল ছবি।
পুঞ্চ: ফের জঙ্গিদের নিশানায় সেনা-জওয়ান। আবার সেনা ট্রাকের উপর অতর্কিতে হামলা চালাল জঙ্গিরা। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলায়। সেনাবাহিনীর তরফে খবরটি নিশ্চিত করে জানানো হয়, পুঞ্চের সুরানকোটে ডেরা কি গোলি (DKG) জঙ্গল এলাকা দিয়ে যাওয়ার সময়ই সেনাবাহিনীর একটি গাড়ি ও ট্রাকটি হামলা চালায় জঙ্গিরা। তারপরই পাল্টা গুলি ছোড়েন জওয়ানরা। তবে এই অতর্কিত জঙ্গি হামলায় এখনও পর্যন্ত ৪ জওয়ানের মৃত্যু হয়েছে এবং গুরুতর জখম হয়েছেন আরও ৩ জন। শেষ পাওয়া খবর পর্যন্ত, দু-পক্ষের মধ্যে গুলির লড়াই চলছে।

জম্মুর সেনা মুখপাত্র জানান, DKG এলাকায় বুধবার রাত থেকে সেনা ও পুলিশের যৌথ বাহিনী জঙ্গি অভিযানে নামে। এরপর এদিন সেনা ক্যাম্পের উপর জঙ্গি হামলার পরই এলাকায় অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে। দু-পক্ষের মধ্যে গুলির লড়াই চলছে।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours