রাত পোহালেই দুবাইয়ের নিলাম ঘর জমজমাট হয়ে যাবে। তার ২৪ ঘণ্টা আগেই দল পেয়ে গেলেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য মিচেল স্টার্ক (Mitchell Starc)! প্রায় ৭ বছর পর আইপিএলে ফিরেছেন অস্ট্রেলিয়ান তারকা স্টার্ক। তাঁকে নিলামের আগেই দলে ফিরিয়েছে আরসিবি (RCB)।

 নিলামের ২৪ ঘণ্টা আগে ১৮.৫০ কোটিতে স্টার্ককে কিনল আরসিবি!
নিলামের ২৪ ঘণ্টা আগে ১৮.৫০ কোটিতে স্টার্ককে কিনল আরসিবি!

আইপিএল নিলামের (IPL 2024 Auction) দামামা বেজে গিয়েছে। রাত পোহালেই দুবাইয়ের নিলাম ঘর জমজমাট হয়ে যাবে। তার ২৪ ঘণ্টা আগেই দল পেয়ে গেলেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য মিচেল স্টার্ক (Mitchell Starc)! প্রায় ৭ বছর পর আইপিএলে ফিরেছেন অস্ট্রেলিয়ান তারকা স্টার্ক। তাঁকে নিলামের আগেই দলে ফিরিয়েছে আরসিবি (RCB)। বেস প্রাইস ২ কোটি ছিল প্রোটিয়া তরুণ তুর্কি জেরাল্ড কোৎজের। প্রায় নয় গুন বেশি দর পেলেন তেইশের ক্যারাটে কিড। গুজরাট টাইটান্স নিয়েছে দক্ষিণ আফ্রিকার তরুণ বোলারকে। এই সব তথ্যে চমকে যাচ্ছেন নাকি? তালগোল পাকিয়ে যাচ্ছে?
জানতে চান, আসল ঘটনা কী? মঙ্গলবার আইপিএলের নিলাম। এ কথাই ঠিক। সোমবার আইপিএলের ১০ ফ্র্যাঞ্চাইজি নেমেছিল আইপিএল নিলামের ড্রেস রিহার্সালে। আসলে জিও সিনেমায় চলছে আইপিএল নিলামের মহড়া। ১০ ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে ১০ প্রতিনিধি মক অকশনে ক্রিকেটারদের বেছে নেন। সেই মক অকশনেই সবচেয়ে বেশি দাম পেয়েছেন অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক। তারপরই রয়েছেন দক্ষিণ আফ্রিকার জেরাল্ড কোৎজে। মক অকশনে বেশি দর পাওয়া আরও চার ক্রিকেটার কারা হলেন? অজি অধিনায়ক প্যাট কামিন্স, ভারতের অলরাউন্ডার শার্দূল ঠাকুর, ইংল্যান্ডের ব্যাটার হ্যারি ব্রুক ও শ্রীলঙ্কান অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারঙ্গা।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours