শনিবারের সকালের দিকটা কুয়াশাচ্ছন্নই ছিল চতুর্দিক। পরে কোথাও আংশিক মেঘলা আকাশ থাকবে। প্রভাব বাড়বে উত্তর-পশ্চিমের বাতাসের। সপ্তাহান্তে বাড়বে শীতের আমেজ। ধীরে ধীরে কমবে তাপমাত্রা। তবে আপাতত জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই।
২ দিনের মধ্যেই কলকাতা-সহ পাঁচ জেলার বাসিন্দা বড় বদল বুঝতে পারবেন, প্রস্তুত থাকুন
কী পরিবর্তন আসছে আবহাওয়ায়?
কলকাতা: বাধার পাহাড় ডিঙিয়ে শীত আসছে বাংলায়। মেঘ কেটে রোদ উঠতেই হাওয়াবদল! জলীয় বাষ্প মুছে শুকনো হচ্ছে বাতাস। কমতে শুরু করল সর্বনিম্ন তাপমাত্রাও। আজ কলকাতার পারদ নেমেছে ১৮.৬ ডিগ্রি সেলসিয়াসে। চলতি মরসুমে আজই মহানগরে সবচেয়ে কম তাপমাত্রা। যদিও এখনও পারদ রয়েছে স্বাভাবিকের ২ ডিগ্রি উপরে। আশার খবর, আগামী ৪৮ ঘণ্টায় ১৬ ডিগ্রিতে নামতে পারে কলকাতার তাপমাত্রা। পশ্চিমের জেলায় তাপমাত্রা নামতে পারে ১১ ডিগ্রিতেও। আপাতত বৃষ্টিবাদলার কোনও আশঙ্কা নেই।
শনিবারের সকালের দিকটা কুয়াশাচ্ছন্নই ছিল চতুর্দিক। পরে কোথাও আংশিক মেঘলা আকাশ থাকবে। প্রভাব বাড়বে উত্তর-পশ্চিমের বাতাসের। সপ্তাহান্তে বাড়বে শীতের আমেজ। ধীরে ধীরে কমবে তাপমাত্রা। তবে আপাতত জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই।
Post A Comment:
0 comments so far,add yours