পশ্চিমবঙ্গের রাজ্যপাল তথা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আচার্য সিভি আনন্দ বোস অপসারিত করেছেন ভারপ্রাপ্ত উপাচার্য বুদ্ধদেব সাউকে। এর জেরে যাদবপুরে সমাবর্তন অনিশ্চিত হয়ে পড়েছে। তবে উপাচার্যকে সরিয়ে দেওয়ার তীব্র সমালোচনা করেছে এ রাজ্যের শিক্ষামহল। অপসারণের খবর সামনে আসার পরই পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু রাজ্যপালের সমালোচনায় সরব হয়েছেন।
যাদবপুরের ভারপ্রাপ্ত উপাচার্যকে রাজ্যপাল সরিয়ে দিয়েই এক্স হ্যান্ডলে পোস্ট করেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি লিখেছেন, “সংবাদমাধ্যম সূত্রে জানতে পারলাম, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্যকে সরিয়ে দিয়েছেন রাজ্যপাল। রাজ্যের উচ্চশিক্ষার পরিবেশকে কীভাবে নষ্টের চেষ্টা চলছে তা দেখিয়ে দিচ্ছে এই ঘটনা। রাজ্যের নির্বাচিত সরকারের উপদেশকেও সম্মান জানাচ্ছেন না রাজ্যপাল। দেশের শীর্ষ আদালতের অন্তর্বর্তীকালীন নির্দেশকেও অমান্য করছেন তিনি।”
Post A Comment:
0 comments so far,add yours