বেআইনিভাবে মুড়িগঙ্গা নদী থেকে তুলে আনা হচ্ছে বালি, আর সেই বালি দেদার বিকোচ্ছে স্থানীয় বাজারে

দক্ষিণ ২৪ পরগনা জেলার নামখানা ব্লকের অন্তর্গত নারায়ণপুর নান্দাভাঙ্গাতে বেশ কিছু অসাধু ব্যক্তি প্রশাসনের চোখে রীতিমতো ধুলো দিয়ে বেয়াইনিভাবে মুড়িগঙ্গা নদী থেকে বালি তুলে এনে অবৈধ ব্যবসা চালিয়ে যাচ্ছে। বিষয়টি প্রশাসনের নজরে আসতেই নড়েচড়ে বসে প্রশাসন। বালি তোলার কাজে যুক্ত থাকা শ্রমিকরা জানিয়েছেন অন্য কোন কাজ না থাকায় এক প্রকার বাধ্য হয়ে এই বেআইনিভাবে বালি তোলার কাজ তারা করছে।এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নামখানার BLRO মনোজ চক্রবর্তী এবং কাকদ্বীপ থানার আইসি শিবু ঘোষ। মুড়িগঙ্গা নদী থেকে তুলে আনা বালি বোঝাই নৌকাটিকে হাতেনাতে ধরে ফেলে নামখানার বি.এল.আর.ও। প্রশাসন সূত্রে জানা যায় নারায়ণপুর এলাকার বেশ কিছু অসাধু ব্যক্তি বহুদিন ধরেই প্রশাসনের চোখে ধুলো দিয়ে এইভাবে অবৈধ বালির কারবার করে আসছেন। আজ সেই বালি বোঝাই নৌকা হাতেনাতে ধরল নামখানার বি.এল.আর.ও। বেআইনিভাবে নদী থেকে বালি তুলে এনে অবৈধ বালি ব্যবসা করার কারণে বালি বোঝাই এই নৌকার মালিককে ইতিমধ্যে মোটা অংকের ফাইন করা হয়েছে নামখানা বিএলআরও দপ্তরের তরফে। এবং নৌকাতে থাকা সমস্ত অবৈধ বালি বাজেয়াপ্ত করেছে প্রশাসন। 

তবে এই বিষয়ে কি বলছেন বি.এল.আর.ও 

স্টাফ রিপোর্টার মুন্না সরদার
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours