লিপিকার ‘ধনুক ভাঙা পণে’ জল ঢাললেন ফিরহাদ, খুশি এলাকাবাসীরা
এই বয়সেও রেহাই নেই! ৭৬-এর লালুকে নিয়োগ-দুর্নীতি মামলায় তলব ইডির
সুনীতাদের ফেরাতে বড় ভূমিকা মাস্কের, স্পেসএক্সের কর্ণধারকে ধন্যবাদ ২ মহাকাশচারীর
হার মানবে বন্দে ভারত, এভাবেই লুপের ভিতর দিয়ে হাইস্পিডে পৌঁছে যাবেন, ভিডিয়ো প্রকাশ রেলমন্ত্রীর
শিয়ালদহ ডিভিশনের নতুন পদক্ষেপে বাঁচবে সময়, কমছে খরচ
নতুন যৌবনের দূত পক্ষ থেকে উদযাপন হলো এই বিশ্ব শিশু দিবস ২০২৩
আজ অর্থাৎ শনিবার নামখানা ব্লকে উদযাপিত হলো বিশ্ব শিশু দিবস। এদিন আমরা নতুন যৌবনের দূত পক্ষ থেকে উদযাপন হলো এই বিশ্ব শিশু দিবস ২০২৩। প্রথমে জাতীয় পতাকা উত্তোলন ও এর পরে বাচ্চাদের নিয়ে একটি ছোট্ট র্যালি আয়োজন করা হয় যার নাম দেওয়া হয় "চেঁচিয়ে পাড়া করবো মাত"। পাশাপাশি এই বিশ্ব শিশু দিবস উপলক্ষ্যে মমূর্ষ শিশু রোগীদের পাশে দাঁড়ানোর জন্য দক্ষিণ ২৪ পরগনা জেলার নামখানা ব্লকে জেটিঘাট বাসস্ট্যান্ডের কাছে রক্তদান শিবির এর আয়োজন করা হয়। এদিন "আমরা নতুন যৌবনের দূত" সংস্থার এই র্যালিতে অংশগ্রহণ করে কাগজের দেশ এর সমস্ত ছাত্র ছাত্রীরা ।
স্টাফ রিপোর্টার মুন্না সর্দার
Post A Comment:
0 comments so far,add yours