বছর ঘুরলেই নতুন মুখ্যসচিব পাচ্ছে বাংলা, কাকে চাইছেন মমতা? বুধবার মন্ত্রিসভার বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসনিক সূত্র মারফত জানা যাচ্ছে, বি পি গোপালিকাকে পরবর্তী মুখ্যসচিব করার বিষয়ে এদিনের ক্যাবিনেট বৈঠকে ইঙ্গিত দিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী।
বছর ঘুরলেই নতুন মুখ্যসচিব পাচ্ছে বাংলা, কাকে চাইছেন মমতা?
মমতা বন্দ্যোপাধ্যায়
কলকাতা: রাজ্যের শীর্ষ আমলা পদে নতুন মুখ আসতে চলেছে। বর্তমান মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী ছয় মাসের এক্সটেনশনে রয়েছেন। তাঁর বর্তমানের এই এক্সটেনশনের মেয়াদ রয়েছে ৩১ ডিসেম্বর পর্যন্ত। সূত্রের খবর, এরপর নতুন মুখ্যসচিব হতে চলেছেন বি পি গোপালিকা। তিনি বর্তমানে রাজ্যের স্বরাষ্ট্রসচিব হিসেবে দায়িত্বে রয়েছেন। হরিকৃষ্ণ দ্বিবেদীর পর তিনিই মুখ্যসচিব হিসেবে দায়িত্বে আসতে পারেন বলে খবর। প্রসঙ্গত, বুধবার মন্ত্রিসভার বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসনিক সূত্র মারফত জানা যাচ্ছে, বি পি গোপালিকাকে পরবর্তী মুখ্যসচিব করার বিষয়ে এদিনের ক্যাবিনেট বৈঠকে ইঙ্গিত দিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী।
হরিকৃষ্ণ দ্বিবেদীর মুখ্যসচিব হিসেবে মেয়াদকাল শেষের পর নতুন মুখ্যসচিব কে হতে চলেছেন, তা নিয়ে গত কয়েকদিন ধরেই চর্চা চলছিল প্রশাসনিক মহলে। তখন থেকেই গুঞ্জন শুরু হয়েছিল বর্তমান স্বরাষ্ট্রসচিব ভগবতী প্রসাদ গোপালিকাকে নিয়েও। এবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকেও নতুন মুখ্যসচিব হিসেবে উঠে এল বিপি গোপালিকার নাম, সূত্রের খবর তেমনই।
বি পি গোপালিকা বর্তমানে রয়েছেন স্বরাষ্ট্রসচিব পদে। এটিও রাজ্যের শীর্ষ আমলা স্তরের অন্যতম গুরুত্বপূর্ণ একটি পদ। সেক্ষেত্রে গোপালিকা যদি মুখ্যসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন, তবে স্বরাষ্ট্রসচিব হিসেবে কাকে দায়িত্ব দেওয়া হবে, তা নিয়েও চর্চা শুরু হয়ে গিয়েছে প্রশাসনিক মহলে।
উল্লেখ্য, গোপালিকা মুখ্যসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করার পরেও তাঁর অবসরের জন্য বাকি থাকবে হাতে গোনা কিছু মাস। প্রায় পাঁচ মাস বাকি থাকবে অবসরের। যদি এরপর এক্সটেনশন না নেওয়া হয়, তাহলে ফের নতুন কাউকে মুখ্যসচিব হিসেবে দেখা যেতে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
Post A Comment:
0 comments so far,add yours