আজ কাকদ্বীপে উদ্বোধন হলো আন্ত জেলা টি টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট 


কাকদ্বীপ ক্রিকেট ফাউন্ডেশনের পরিচালনায় আজ থেকে শুরু হলো আন্ত জেলা টি টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট। কাকদ্বীপ ক্রিকেট ফাউন্ডেশন সারাবছরই ক্রিকেট খেলার সাথে যুক্ত থাকে। 


 আজকের উদ্বোধন পর্বে উদ্বোধনী ম্যাচ খেলতে উপস্তিত মোহন বাগান এথেলকেটিক ক্লাবের অনুর্ধ ১৫ ও ১৩ বয়েসের ক্ষুদে ক্রিকেটাররা। আজকের কাকদ্বীপ বিধান ময়দানে উদ্বোধনী ম্যাচে অংশগ্রহন করলো কাকদ্বীপ ক্রিকেট ফাউন্ডেশন অনুর্ধ ১৫ বনাম মোহন বাগান এথেলকেটিক অনুর্ধ ১৫। মূলত বাচ্ছাদের মধ্যে খেলা নিয়ে চেতনা বৃদ্ধির উদ্দেশ্যে আজেকের এই খেলার উদ্বোধনে অনুর্ধ ১৫ বয়েসের দুইটি টিমের উদ্বোধনী ম্যাচ দিয়ে শুরু হলো কাকদ্বীপ টি টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট। 
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours