শুধু রাজনীতির পরিসরেই নয়, সোশ্যাল হ্যান্ডেলেও সমান জনপ্রিয়তা প্রধানমন্ত্রী নমোর। ইউটিউবে তাঁর এক একটি ভিডিয়োয় কোটি কোটি ভিউ ওঠে। সম্প্রতি প্রধানমন্ত্রী নমোর ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা ছাপিয়ে গিয়েছে ২ কোটি। মোদীই বিশ্বের প্রথম রাষ্ট্রনেতা, যিনি এই কৃতিত্ব অর্জন করেছেন।
নমোর ইউটিউবে ২ কোটি সাবস্ক্রাইবার, ধারেকাছেই নেই অন্য কোনও রাষ্ট্রনেতা
নরেন্দ্র মোদী
নয়া দিল্লি: মোদী ম্যাজিকের ঝলক বার বার দেখা গিয়েছে। শুধু দেশের মাটিতেই নয়, বিদেশের মাটিতেও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ক্যারিশ্মা ও তাঁর জনপ্রিয়তা গোটা বিশ্বে চর্চিত। তাই বিদেশের মাটিতেও স্লোগান ওঠে, ‘মোদী হ্যায় তো মুমকিন হ্যায়…’। শুধু রাজনীতির পরিসরেই নয়, সোশ্যাল হ্যান্ডেলেও সমান জনপ্রিয়তা প্রধানমন্ত্রী নমোর। ইউটিউবে তাঁর এক একটি ভিডিয়োয় কোটি কোটি ভিউ ওঠে। সম্প্রতি প্রধানমন্ত্রী নমোর ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা ছাড়িয়ে গিয়েছে ২ কোটি। মোদীই বিশ্বের প্রথম রাষ্ট্রনেতা, যিনি এই কৃতিত্ব অর্জন করেছেন। ভারতের কোনও রাজনীতিক তো বটেই, গোটা বিশ্বের আর কোনও রাজনীতিক তাঁর ধারে কাছে নেই।
প্রধানমন্ত্রী মোদীর ইউটিউব চ্যানেলে ভিডিয়োয় ভিউ এসেছে ৪৫০ কোটিরও বেশি। সাবস্ক্রাইবার সংখ্যা, ভিডিয়োয় ভিউ এবং ভিডিয়োর মানের দিক থেকে ইউটিউবে একাই ‘রাজ’ করছেন নমো। ইউটিউব সাবস্ক্রাইবার সংখ্যার হিসেবে নমোর পর দ্বিতীয় কোন রাজনীতিক রয়েছেন জানেন? দ্বিতীয় স্থানে রয়েছেন ব্রাজিলের প্রাক্তন প্রেসিডেন্ট জ্যঁ বলসোনারো। তাঁর সাবস্ক্রাইবার সংখ্যা প্রায় ৬৫ লাখের আশপাশে। তারপর রয়েছেন ইউক্রেনের ভ্লাদিমির জেলেনস্কি। সাবস্ক্রাইবার ১০ লাখের কিছু বেশি। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাবস্ক্রাইবার প্রায় আট লাখের কাছাকাছি। আরও অনেক পরে রয়েছেন ইমানুয়েল ম্যাক্রোঁ, জাস্টিন ট্রুডোরা।
আর ভারতীয় রাজনীতিকদের হিসেব দেখলেও প্রধানমন্ত্রীর ধারেকাছে নেই অন্যরা। কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সাবস্ক্রাইবার সংখ্যা ৩৫ লাখের কিছু বেশি। অরবিন্দ কেজরীবাল কিংবা তাঁর দল আম আদমি পার্টি, বা তৃণমূল কংগ্রেসের ইউটিউবের সাবস্ক্রাইবার সংখ্যাও অনেকটা পিছিয়ে। শুধু সাবস্ক্রাইবার সংখ্যাই নয়, ইউটিউবে ভিডিয়োয় ভিউয়ের হিসেবেও প্রধানমন্ত্রী মোদী বাকিদের থেকে অনেক এগিয়ে রয়েছেন।
Post A Comment:
0 comments so far,add yours