দিনের শুরুতে ইস্টবেঙ্গল শিবিরে ধাক্কা দেন ঈশান পোড়েল। ফর্মে থাকা ইস্টবেঙ্গল ওপেনার সৌরভ পালকে লেগ বিফোর করেন ঈশান। শুরুর ধাক্কা সামলে জুটি গড়ার চেষ্টা করেন অধিনায়ক অভিষেক দাস ও তিনে নামা সাত্যকী দাস। দলের স্কোর ৫০ পেরোতেই ফের খেই হারায় ইস্টবেঙ্গল। ৮০ রানের মধ্যে ৪ উইকেট হারায় লাল-হলুদ। মধ্যাহ্নভোজের বিরতিতে ইস্টবেঙ্গলের স্কোর ছিল ৪ উইকেটে ১১২ রান।
ডার্বিতে ব্যাকফুটে ইস্টবেঙ্গল! ঘাসের পিচে ১৭৪ রানেই অলআউট
সিএবি প্রথম ডিভিশন লিগের ডার্বিতে ব্যাকফুটে ইস্টবেঙ্গল! এখনই অবশ্য এমন বলা যায় না। তবে প্রথম দিনটা মোহনবাগানের, এটুকু বলা যায়। ইডেন গার্ডেন্সে এ দিনই শুরু হয়েছে ক্রিকেট ডার্বি। পিচে ঘাস রয়েছে। ইস্টবেঙ্গল কোচ আব্দুল মোনায়েমও জানিয়েছিলেন, টস জিতলে সাধারণত ফিল্ডিং নেওয়ার সম্ভাবনাই বেশি। তবে টস জিতলেই ম্যাচ পকেটে, এমনটা ভাবার কারণ নেই। ডার্বিতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় মোহনবাগান। প্রথম ইনিংসে ইস্টবেঙ্গল অলআউট ১৭৪ রানে। দিনের শেষে বিনা উইকেটে ৩৫ রান তুলে নিয়েছে মোহনবাগান।
দিনের শুরুতে ইস্টবেঙ্গল শিবিরে ধাক্কা দেন ঈশান পোড়েল। ফর্মে থাকা ইস্টবেঙ্গল ওপেনার সৌরভ পালকে লেগ বিফোর করেন ঈশান। শুরুর ধাক্কা সামলে জুটি গড়ার চেষ্টা করেন অধিনায়ক অভিষেক দাস ও তিনে নামা সাত্যকী দাস। দলের স্কোর ৫০ পেরোতেই ফের খেই হারায় ইস্টবেঙ্গল। ৮০ রানের মধ্যে ৪ উইকেট হারায় লাল-হলুদ। মধ্যাহ্নভোজের বিরতিতে ইস্টবেঙ্গলের স্কোর ছিল ৪ উইকেটে ১১২ রান।
দলীয় ১৪৬ রানে পঞ্চম উইকেট হারায় ইস্টবেঙ্গল। সায়নশেখর মন্ডলের বোলিংয়ে স্লিপে অনবদ্য ক্যাচ নেন সুদীপ ঘরামি। ইস্টবেঙ্গলের হয়ে সর্বাধিক স্কোর অমিতোজ সিংয়ের। ৪৯ রান করেন তিনি। উইকেটের নিরিখে মোহনবাগানের সফল বোলার রোহিত কুমার। ৪ উইকেট নেন রোহিত। ইস্টবেঙ্গল ইনিংস শেষ হয় ১৭৪ রানে। দিনের শেষে নিজেদের প্রথম ইনিংসে বিনা উইকেটে ৩৫ রান তুলে নিয়েছে মোহনবাগান। ক্রিজে রয়েছেন সুদীপ ঘরামি এবং অঙ্কুর পাল। দ্বিতীয় দিনের প্রথম সেশন খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে।
Post A Comment:
0 comments so far,add yours