এই ভুটান গেটের সামনে এসএসবি চেকপোস্ট তৈরি হয়েছে। এই গেটে এসএসবি জওয়ানরা থাকবেন। করোনার সময় লকডাউন ঘোষণা হয়। এরপরই বন্ধ করে দেওয়া হয় চাইনিজ লাইন ভুটান গেট। এদিকে এই গেট বন্ধ হওয়ার পর থেকে এই এলাকায় জয়গাঁর সমস্ত দোকানপাট বন্ধ।
লকডাউন' উঠল ৩ বছর পর, ছন্দে ফেরার আশায় এলাকাবাসী
ভুটান সীমান্ত জয়গাঁ চাইনিজ লাইন ভুটান গেট খুলল তিন বছর পর।
আলিপুরদুয়ার: শেষ হল লকডাউন পরিস্থিতি। তিন বছর পর খুলে গেল আলিপুরদুয়ার জেলার ভুটান সীমান্ত জয়গাঁ চাইনিজ লাইন ভুটান গেট। ভুটান প্রশাসনের পক্ষ থেকে সোমবার খুলে দেওয়া হয় চাইনিজ লাইন ভুটান গেট। চাইনিজ লাইন ভুটান গেট দিয়ে হাঁটাপথে শুধুমাত্র ভুটানে কাজ করতে যাওয়া শ্রমিকরা যাতায়াত করতে পারবেন। যাঁদের কাছে ভুটানের ওয়ার্ক পারমিট আছে তাঁরাই চলাচল করবেন এই পথে।
এই ভুটান গেটের সামনে এসএসবি চেকপোস্ট তৈরি হয়েছে। এই গেটে এসএসবি জওয়ানরা থাকবেন। করোনার সময় লকডাউন ঘোষণা হয়। এরপরই বন্ধ করে দেওয়া হয় চাইনিজ লাইন ভুটান গেট। এদিকে এই গেট বন্ধ হওয়ার পর থেকে এই এলাকায় জয়গাঁর সমস্ত দোকানপাট বন্ধ।
২০২২ সালের সেপ্টেম্বর মাসে ভুটান গেট খুলে গেলেও চাইনিজ লাইন ভুটান গেট খোলেনি। ফলে তিন বছর ধরে ওই এলাকায় কার্যত লকডাউনই চলছিল। ২০২৩-এর একেবারে শেষলগ্নে এসে সোমবার এই গেট খোলা হল। তাতে খুশি এলাকার বাসিন্দারা। তাঁরা আশা, নতুন বছরে এখানকার পরিস্থিতিও স্বাভাবিক হবে। আবারও ফিরবে পুরনো চেহারা।
Post A Comment:
0 comments so far,add yours