ছোটদের ডার্বি ঘিরে চরম বিতর্ক। শনিবার অনূর্ধ্ব ১৭ (U17) যুব লিগে ঘরের মাঠে ইস্টবেঙ্গলের কাছে ০-৪ হেরেছে মোহনবাগান। সবুজ-মেরুন টিম কার্যত খেলতেই পারেনি। একদিকে যখন লাল-হলুদে চলছে উৎসব, মোহনবাগান (Mohun Bagan) তখন বয়স ভাঁড়ানোর অভিযোগ নিয়ে এল। ইস্টবেঙ্গলের (East Bengal) এক ফুটবলারের বিরুদ্ধে নাম বদলে খেলার মারাত্মক অভিযোগের পাশাপাশি এও বলা হচ্ছে, লাল-হলুদ জার্সিতে ডার্বি খেলা একাধিক ফুটবলার বয়স ভাঁড়িয়ে খেলেছেন।


ছোটদের ডার্বিতে বয়স ভাঁড়ানোর অভিযোগ বাগানের, পাল্টা দিল ইস্টবেঙ্গল
ছোটদের ডার্বিতে বয়স ভাঁড়ানোর অভিযোগ বাগানের, পাল্টা দিল ইস্টবেঙ্গল

কলকাতা: ছোটদের ডার্বি ঘিরে চরম বিতর্ক। শনিবার অনূর্ধ্ব ১৭ (U17) যুব লিগে ঘরের মাঠে ইস্টবেঙ্গলের কাছে ০-৪ হেরেছে মোহনবাগান। সবুজ-মেরুন টিম কার্যত খেলতেই পারেনি। একদিকে যখন লাল-হলুদে চলছে উৎসব, মোহনবাগান (Mohun Bagan) তখন বয়স ভাঁড়ানোর অভিযোগ নিয়ে এল। ইস্টবেঙ্গলের (East Bengal) এক ফুটবলারের বিরুদ্ধে নাম বদলে খেলার মারাত্মক অভিযোগের পাশাপাশি এও বলা হচ্ছে, লাল-হলুদ জার্সিতে ডার্বি খেলা একাধিক ফুটবলার বয়স ভাঁড়িয়ে খেলেছেন। মোহনবাগান ইতিমধ্যে ফেডারেশনকে চিঠি পাঠিয়ে অভিযোগ জানানোর পাশাপাশি তদন্তের দাবি তুলেছে। ইস্টবেঙ্গল এ নিয়ে বিন্দুমাত্র ভাবতে নারাজ। পাল্টা মোহনবাগানকেই বিঁধলেন ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা।

মোহনবাগানের অভিযোগ তিনটি। এক, লাল-হলুদের এক ফুটবলার আইএফএতে যে নামে রেজিস্ট্রেশন করেছিলেন, সেই নাম পাল্টে ফেলে অন্য নামে খেলেছেন ডার্বি ম্যাচে। ওই ফুটবলারের বয়স নাকি ২১। ওই ফুটবলার নাকি অনূর্ধ্ব ১৩ মোহনবাগান টিমের হয়ে এক সময় খেলেছেন। এমনকি কলকাতা লিগেও খেলতে দেখা গিয়েছে অন্য ক্লাবের হয়ে। ওই ফুটবলারের বিরুদ্ধে যাবতীয় নথি ফেডারেশনকে পাঠিয়েছে মোহনবাগান। দুই, আরও এক ফুটবলারকে বয়স ভাঁড়িয়ে খেলানো হয়েছে বলে অভিযোগ। তিন, বয়সভিত্তিক টুর্নামেন্টে প্লেয়ারদের বয়স নিয়ে অতীতেও অনেক বিতর্ক হয়েছে। মোহনবাগানের দাবি ছোটদের ডার্বিতে বয়স বিতর্ক মেটাতে তদন্তে নামুক সর্বভারতীয় ফুটবল ফেডারেশন।

যুব লিগে ইস্টবেঙ্গল শুরু থেকেই অপ্রতিরোধ্য টিম হয়ে উঠেছে। মহমেডানকে হারানোর পর মোহনবাগানকেও হারিয়েছে লাল-হলুদ। মোহনবাগানের মাঠে গিয়ে ৪-০ জয় লাল-হলুদকে দিয়েছে তৃপ্তি। বয়স ভাঁড়ানোর অভিযোগ শুনে কী বলছে ইস্টবেঙ্গল? শীর্ষকর্তা দেবব্রত সরকার ফোনে বলে দিলেন, ‘এআইএফএফের টুর্নামেন্ট যখন, তখন বয়স জাতীয় যা কিছু সব দেখেই প্লেয়ারদের রেজিস্ট্রেশন করার অনুমতি দেওয়া হয়েছে। আমি তো জানি ভারতীয় টিমেরও একজন প্লেয়ার ইস্টবেঙ্গলে খেলছে। সুতরাং, এআইএফএফ এই ব্যাপারটা খুব ভালো করেই জানে।’

এতেই শেষ নয়, দেবব্রত পাল্টা বললেন, ‘যে ক্লাবের এত ঐতিহ্য, তারা সবদিক খতিয়ে দেখেই মন্তব্য করলে ভালো করত। আমি শুধু এটুকু বলতে পারি, ওই মাঠটা আমাদের জন্য খুব লাকি।’ ইস্টবেঙ্গল কর্তার পাল্টা মন্তব্য যে বিতর্কের আগুন আরও বাড়াবে, সন্দেহ নেই।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours