এবার সরকারি ১৫ হাজার কুইন্টাল চালের হিসেবে ব্যাপক গরমিল ধরা পড়েছে কাকদ্বীপে
 
দক্ষিণ ২৪ পরগনার জেলার কাকদ্বীপে সরকারি ১৫ হাজার কুইন্টাল চালের হিসেবে ব্যাপক গরমিল ধরা পড়েছে,এই ঘটনায় এম আর ডিস্ট্রিবিউটর অমিত কুমার ভগতকে সাসপেন্ড ও শোকজ করেছে জেলা খাদ্য নিয়ামক। এই ঘটনার পর থেকে গা ঢাকা দিয়েছেন ডিস্ট্রিবিউটর অমিত ভগত। এই ডিস্ট্রিবিউটরের অধীন কাকদ্বীপ ও নামখানা ব্লকের একশ রেশন ডিলার আছেন।
কাকদ্বীপ ও নামখানা ব্লকের রেশন ডিলারদের চাল সরবরাহ করতেন এই ডিস্ট্রিবিউটর। ইতিমধ্যে অন্য ডিস্ট্রিবিউটর কে নিয়োগ করা হয়েছে।জেলাশাসক সুমিত গুপ্তা জানিয়েছেন,আমরা স্টকে গরমিল পাওয়ার পর ডিস্ট্রিবিউটর অমিত ভকতকে সাসপেন্ড ও শোকজ করেছি। পাশাপাশি তদন্ত চলছে। তদন্তের পর প্রয়োজনে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

স্টাফ রিপোর্টার সৌরভ মন্ডল


Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours