বিকাল সাড়ে তিনটে নাগাদ চাকরিপ্রার্থীদের ধরনা মঞ্চে যান তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। তিনি এলাকায় যায় উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা। ক্যামেরার সামনেই চোর ধরো জেলে ভরো স্লোগান তুলতে থাকেন কৌস্তভ। স্লোগানে স্লোগানে সরগরম হয়ে ওঠে গান্ধী মূর্তির পাদদেশ।

 চোর চোর স্লোগান, উড়ে এল জুতো, চাকরিপ্রার্থীদের সামনেই ব্রাত্যকে ফোন 'অবিচল' কুণালের
ধরনা মঞ্চে কুণাল

কলকাতা: হাজার দিনে পা দিয়েছে এসএলএসটি-র চাকরিপ্রার্থীদের আন্দোলন। এদিন সকাল থেকেই নতুন উদ্যোমে আন্দোলনের ঝাঁঝ বাড়িয়েছেন চাকরিপ্রার্থীরা। মাথা মুড়িয়েও প্রতিবাদ জানিয়েছেন একাধিক চাকরিপ্রার্থী। গিয়েছেন রাজনৈতিক ব্যক্তিত্বরা। গিয়েছে বামেরা, গিয়েছেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, গিয়েছেন কংগ্রেস নেতা কৌস্তভ বাগচি। এদিকে এরইমধ্যে বিকাল সাড়ে তিনটে নাগাদ চাকরিপ্রার্থীদের ধরনা মঞ্চে যান তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। তিনি এলাকায় যায় উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা। ক্যামেরার সামনেই চোর ধরো জেলে ভরো স্লোগান তুলতে থাকেন কৌস্তভ। স্লোগানে স্লোগানে সরগরম হয়ে ওঠে গান্ধী মূর্তির পাদদেশ। কুণালের দিকে জুতোও ছোড়া হয়।  


কুণালকে দেখেই ক্ষোভে ফুঁসতে ফুঁসতে কৌস্তভ বলেন, “সরকারি দলের প্রতিনিধিরা এখানে কী নাটক করতে এসেছেন? যদি হিম্মত থাকে তাহলে সরকারের কাউকে নিয়োগপত্র দিয়ে পাঠাক। আসলে একটাই কথা বলতে হবে চোর ধরো আর জেলে ভরো।” এদিকে কুণাল যখন ঢুকছেন তখন মঞ্চে বক্তব্য রাখছেন বিমান বসু। তখনই কুনাল ঘোষকে একেবারে বিমানের মুখোমুখি দাঁড়িয়ে পড়তে দেখা যায়। 
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours