মালদহ কালিয়াচক-২ ব্লকের বাঙ্গীটোলা হাসপাতালে এরকম একাধিক অভিযোগ উঠেছে। অভিযোগ, দালালচক্র কাজ করছে। বরাদ্দ নয়ছয়ের অভিযোগ মানছেন স্থানীয় তৃণমূল নেতা তথা পঞ্চায়েত সমিতির সদস্য। এ নিয়ে জেলাশাসকের কাছেও অভিযোগ দায়ের হয়েছে।
প্রসূতিরা পাচ্ছেন না, সপ্তম শ্রেণির মেয়ের মা পাচ্ছেন! কেন্দ্রের 'মাতৃবন্দনা'-তেও দুর্নীতি?
বিএমওএইচ কৌশিক মাইতি।
মালদহ: কেন্দ্রের পিএম মাতৃবন্দনা যোজনা (PM Matru Vandana Yojana)। এবার সেই যোজনাতেও দুর্নীতির অভিযোগ উঠল মালদহে। এই যোজনায় অন্তঃসত্ত্বা ও প্রসূতি মহিলাদের ৫ হাজার টাকা অর্থ সাহায্য দেয় কেন্দ্র। দারিদ্র্যসীমার নীচে থাকলেই একমাত্র অর্থ সাহায্য পাওয়ার কথা। এখানেই অভিযোগ যে, যাঁরা এই টাকা পাওয়ার যোগ্যই নয়, টাকা ঢুকছে তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। জেলাশাসককে এই অভিযোগ জানান মালদহ জেলা পরিষদের সদস্য সায়েম চৌধুরী।
মালদহ কালিয়াচক-২ ব্লকের বাঙ্গীটোলা হাসপাতালে এরকম একাধিক অভিযোগ উঠেছে। অভিযোগ, দালালচক্র কাজ করছে। বরাদ্দ নয়ছয়ের অভিযোগ মানছেন স্থানীয় তৃণমূল নেতা তথা পঞ্চায়েত সমিতির সদস্য। এ নিয়ে জেলাশাসকের কাছেও অভিযোগ দায়ের হয়েছে।
মাতৃবন্দনা পাওয়ার কথা এরকমই এক মহিলার কথায়, “২-৪ বার হাসপাতালে ঘুরলাম এখনও টাকা আসেনি।” এদিকে সপ্তম শ্রেণিতে পড়ে এক নাবালিকা জানায়, তার মায়ের অ্যাকাউন্টে ৫ হাজার টাকা ঢুকেছে। তবে বিএমওএইচ কৌশিক মাইতি বলেন, “এখনও পর্যন্ত একটা অভিযোগও আমাদের কাছে এসে পৌঁছয়নি। যদি কেউ অভিযোগ জানান, অবশ্যই তদন্ত হবে।” তবে এই অভিযোগকে সামনে রেখে রাজনৈতিক আকচাআকচি শুরু।
জেলা পরিষদ সদস্য তথা কংগ্রেস নেতা সায়েম চৌধুরী বলেন, “আমাদের ব্লকে অনেকেই বঞ্চিত হচ্ছেন। আমরা খবর পাচ্ছি। জেলাশাসক ও সিএমওএইচকে লিখিত অভিযোগ জানিয়েছি।” অন্যদিকে তৃণমূল নেতা রাজু আহমেদের বক্তব্য, “হতে পারে যাঁদের এই টাকা পাওয়ার কথা তাঁরা তা এখনও পাননি। অনেকেই পাওয়ার যোগ্য না, তারা টাকা পাচ্ছেন।”
Post A Comment:
0 comments so far,add yours