গঙ্গাসাগরে আয়োজন করা হলো গঙ্গা সংস্কৃতি যাত্রার, ১০৮ জন পুরোহিত দিয়ে হলো গঙ্গা আরতি
ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকের অধীন পূর্বাঞ্চল সংস্কৃতি কেন্দ্রের উদ্যোগে রবিবার দক্ষিণ ২৪ পরগনার গঙ্গাসাগরে আয়োজন করা হলো গঙ্গা সংস্কৃতি যাত্রার। স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষ্য গত দু' বছর আগে শুরু আজাদি কা অমৃত মহোৎসবের অঙ্গ হিসেবে এই অনুষ্ঠানের সূচনা হয়েছিল। ৩রা ডিসেম্বর রবিবার সন্ধ্যায় ছিল সমাপ্তি অনুষ্ঠান। এদিন শোভাযাত্রার মাধ্যমে ওই দিনের অনুষ্ঠানের সূচনা হয়। পরে গঙ্গাসাগরের সমুদ্রতটে শুরু হয় ১০৮ জন পুরোহিত দিয়ে গঙ্গা আরতি। গঙ্গাসাগরের কপিলমুনি মন্দিরের সামনে ছিল বাংলার নানান লোকগীতি আঙ্গিকের সাংস্কৃতিক অনুষ্ঠান। এই ছবি আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন কাকদ্বীপ ডট কমের ক্যামেরার মাধ্যমে
স্টাফ রিপোর্টার সৌরভ মণ্ডলের
Post A Comment:
0 comments so far,add yours