২৪ ডিসেম্বর পর্যন্ত আই লিগের টেবলে প্রথম তিনে থাকা তিনটে টিম সরাসরি খেলবে সুপার কাপে। আই লিগের পয়েন্ট এখন এক নম্বরে রয়েছে তৃতীয় প্রধান মহমেডান। সে ক্ষেত্রে ইস্টবেঙ্গল ও মোহনবাগানের গ্রুপে ঢুকবে সাদা-কালো শিবির। চার ও পাঁচ নম্বর টিমের মধ্যে হবে প্লে-অফ ম্যাচ। যে টিম জিতবে, উঠে আসবে সুপার কাপের মূলপর্বে। কেমন হল কলিঙ্গ সুপার কাপের গ্রুপ?


একই গ্রুপে কলকাতার তিন প্রধান, কলিঙ্গ সুপার কাপের শুরুতেই ডার্বি!
কলকাতা: কলিঙ্গ সুপার কাপে (Kalinga Super Cup 2024) একই গ্রুপে পড়ল কলকাতার দুই প্রধান। সোমবারই সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের (AIFF) বৈঠকে গ্রুপ বিন্যাস ঠিক হয়। তাতে গ্রুপ এ-তে রয়েছে মোহনবাগান (Mohun Bagan SG) ও ইস্টবেঙ্গল (East Bengal SC)। অর্থাৎ কলিঙ্গ সুপার কাপের গ্রুপ পর্যায়েই ডার্বি ম্যাচ দেখা যাবে। ওই গ্রুপে দুই প্রধান ছাড়া অন্য দুটি টিম, হায়দরাবাদ এফসি ও আই লিগ চ্যাম্পিয়ন দল। ৯ জানুয়ারি থেকে শুরু সুপার কাপ। ভুবনেশ্বর ও কটক মিলিয়ে হবে গ্রুপ পর্যায়ের ম্যাচ। চারটে গ্রুপ থেকে একটি করে টিম সরাসরি যাবে সেমিফাইনালে। ফাইনাল ২৮ জানুয়ারি। বিস্তারিত জেনে নিন এর এই প্রতিবেদনে।

২৪ ডিসেম্বর পর্যন্ত আই লিগের টেবলে প্রথম তিনে থাকা তিনটে টিম সরাসরি খেলবে সুপার কাপে। আই লিগের পয়েন্ট এখন এক নম্বরে রয়েছে তৃতীয় প্রধান মহমেডান। সে ক্ষেত্রে ইস্টবেঙ্গল ও মোহনবাগানের গ্রুপে ঢুকবে সাদা-কালো শিবির। চার ও পাঁচ নম্বর টিমের মধ্যে হবে প্লে-অফ ম্যাচ। যে টিম জিতবে, উঠে আসবে সুপার কাপের মূলপর্বে। কেমন হল কলিঙ্গ সুপার কাপের গ্রুপ?

গ্রুপ এ: মোহনবাগান এসজি, ইস্টবেঙ্গল এসসি, হায়দরাবাদ এফসি, আই লিগ ১

গ্রুপ বি: কেরালা ব্লাস্টার্স, নর্থইস্ট ইউনাইটেড, জামশেদপুর এফসি, আই লিগ ২

গ্রুপ সি: মুম্বই সিটি এফসি, চেন্নায়িন এফসি, পঞ্জাব এফসি, আই লিগ ৩

গ্রুপ ডি: গোয়া এফসি, ওড়িশা এফসি, বেঙ্গালুরু এফসি, আই লিগ ৪

এ দিকে, কলিঙ্গ সুপার কাপে প্রতি দল একসঙ্গে ৬জন করে বিদেশি খেলাতে পারবে। সে ক্ষেত্রে অবশ্য ৬ বিদেশির একজনকে এএফসির সদস্য দেশের ফুটবলার হতে হবে। কলিঙ্গ সুপার কাপে চ্যাম্পিয়ন দল এএফসি চ্যাম্পিয়ন্স লিগ-২ খেলার জন্য যোগ্যতা অর্জন করবে। এএফসির নিয়ম অনুযায়ী ওই টুর্নামেন্টে ৬জন বিদেশি খেলানো যেতে পারে। যার মধ্যে একজন বিদেশিকে এএফসির সদস্য দেশের ফুটবলার হতে হয়। সেই নিয়মই চালু করল সর্বভারতীয় ফেডারেশন।


Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours