কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে থেকে বর্ষীয়ান কংগ্রেস নেতা শশী থারুর-সহ দলের প্রবীণ নেতারাও সনিয়া গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। দলের সমস্ত নেতা ও কর্মীদের কাছে সনিয়া গান্ধী অনুপ্রেরণা বলে টুইটারে উল্লেখ করেছেন শশী থারুর।

 সনিয়া গান্ধীর জন্মদিনে এক্স হ্যান্ডেলে 'দু'কলম' লিখলেন প্রধানমন্ত্রী
সনিয়া গান্ধী ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফাইল ছবি।

নয়া দিল্লি: সবার উপরে মানুষ সত্য! রাজনৈতিক মতাদর্শে পার্থক্য রয়েছে। তবে সৌজন্যতায় খামতি নেই। কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার সকালেই প্রাক্তন কংগ্রেস সভানেত্রীকে ৭৮ তম জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।



এই খবরটিও পড়ুন
Mahua Moitra: সাংসদ পদ খারিজ, এবার কী পদক্ষেপ করবেন মহুয়া?
Mahua Moitra: সাংসদ পদ খারিজ, এবার কী পদক্ষেপ করবেন মহুয়া?
Gaza: বাগদান করে গাজায় গিয়েছিলেন, আর ফেরা হল না ভারতীয় বংশোদ্ভূত সেনার
Gaza: বাগদান করে গাজায় গিয়েছিলেন, আর ফেরা হল না ভারতীয় বংশোদ্ভূত সেনার
Live-in Relation: লিভ-ইন সম্পর্ক ‘ভয়ঙ্কর অসুখ’, এর বিরুদ্ধে আইন আনতে হবে: বিজেপি সাংসদ
Live-in Relation: লিভ-ইন সম্পর্ক ‘ভয়ঙ্কর অসুখ’, এর বিরুদ্ধে আইন আনতে হবে: বিজেপি সাংসদ
সনিয়া গান্ধীকে দেওয়া শুভেচ্ছাবার্তায় কী লিখেছেন নমো?

সনিয়া গান্ধীর সুস্থতা ও দীর্ঘায়ুর কামনা করে এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইটারে লিখেছেন, “সনিয়া গান্ধীজিকে তাঁর জন্মদিনের অভিনন্দন। প্রার্থনা করি, তিনি আরও সুস্থ ও দীর্ঘ জীবন পান।”


কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে থেকে বর্ষীয়ান কংগ্রেস নেতা শশী থারুর-সহ দলের প্রবীণ নেতারাও সনিয়া গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। দলের সমস্ত নেতা ও কর্মীদের কাছে সনিয়া গান্ধী অনুপ্রেরণা বলে টুইটারে উল্লেখ করেছেন শশী থারুর। আবার কংগ্রেসের কঠিন সময়ে সনিয়া গান্ধী দলকে অসাধারণভাবে পরিচালনা করেছিলেন এবং তিনি ইউপিএ সরকারের স্থপতিকার ও দেশের জনকল্যাণমূলক কাজের ক্ষেত্রে বিশেষ তাৎপর্য রেখেছেন বলে উল্লেখ করেছেন কেসি বেণুগোপাল।


প্রসঙ্গত, গত বছর, সনিয়া গান্ধীর ৭৭ তম জন্মদিন রাজস্থানের রণথম্ভোরে উদযাপিত হয়েছিল। সেই সময় সেখানে কংগ্রেসের ‘ভারত জোড়ো যাত্রা’ চলছিল। তাই রণথম্ভোরেই পরিবার ও দলীয় কর্মীদের সঙ্গে জন্মদিন উদযাপন করেন সনিয়া গান্ধী।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours