অগস্টে দক্ষিণ আফ্রিকা সফরে জাতীয় দলে অভিষেক হয়েছে রিঙ্কু সিংয়ের। তারপর অবশ্য রিঙ্কু হানঝাউ গিয়েছিলেন এশিয়ান গেমসের জন্য। এরপর দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০ সিরিজে খেলেছিলেন রিঙ্কু। এ বার ভারতের জার্সিতে দক্ষিণ আফ্রিকার ঘরের মাটিতে খেলতে চলেছেন রিঙ্কু সিং। এই প্রথম বার ভারতের হেড কোচ রাহুল দ্রাবিড়ের (Rahul Dravid) কাছে অনুশীলন করছেন রিঙ্কু।

প্রথমবার দ্রাবিড়ের ক্লাসে, কী পরামর্শ পেলেন রিঙ্কু সিং?
প্রথমবার দ্রাবিড়ের ক্লাসে, কী পরামর্শ পেলেন রিঙ্কু সিং?

প্রোটিয়াদের বিরুদ্ধে রবিবার টি-২০ (T20) সিরিজ শুরু হবে ভারতের। চলতি বছরে এই নিয়ে দ্বিতীয় বার বিদেশ সফরে গিয়েছেন রিঙ্কু সিং (Rinku Singh)। অগস্টে দক্ষিণ আফ্রিকা সফরে জাতীয় দলে অভিষেক হয়েছে রিঙ্কু সিংয়ের। তারপর অবশ্য রিঙ্কু হানঝাউ গিয়েছিলেন এশিয়ান গেমসের জন্য। এরপর দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০ সিরিজে খেলেছিলেন রিঙ্কু। এ বার ভারতের জার্সিতে দক্ষিণ আফ্রিকার ঘরের মাটিতে খেলতে চলেছেন রিঙ্কু সিং। এই প্রথম বার ভারতের হেড কোচ রাহুল দ্রাবিড়ের (Rahul Dravid) কাছে অনুশীলন করছেন রিঙ্কু। ১০ ডিসেম্বরে ভারত-দক্ষিণ আফ্রিকার প্রথম টি-২০ ম্যাচের আগে রিঙ্কু জানালেন দ্রাবিড়ের ক্লাসে তিনি কী শিখলেন। দ্য ওয়ালের থেকে কী পরামর্শ পেলেন। বিস্তারিত জেনে নিন 


বিসিসিআই তাদের সোশ্যাল মিডিয়ায় এক ভিডিয়ো শেয়ার করেছে, যেখানে দেখা গিয়েছে ভারতের তরুণ ক্রিকেটার রিঙ্কু সিং দক্ষিণ আফ্রিকায় রাহুল দ্রাবিড়ের তত্ত্বাবধানে অনুশীলন করার অভিজ্ঞতা জানিয়েছেন। রিঙ্কু সিং বলেন, ‘এখানকার আবহাওয়া অসাধারণ। এখানে আসার আগে আমরা একটু হেঁটে নিয়েছি। তারপর নেটে অনুশীলন করতে এসেছি। এই প্রথম বার আমি রাহুল দ্রাবিড়ের অধীনে অনুশীলন করলাম। এটা আমার কাছে একটা দারুণ অনুভূতি। তিনি আমাকে বলেছেন, আমি এতদিন যেভাবে খেলছিলাম সেটাই যেন করি। এবং দ্রাবিড় স্যার আমাকে বলেছেন, ৫ নম্বরে খেলা কঠিন কিন্তু আমি নিজের উপর যেন বিশ্বাস রাখি। ও নিজের ক্ষমতার উপর যেন আস্থা রাখি।’


Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours