নামখানা ব্লকে শুরু হল আবাস যোজনার তদন্ত
গত ২৬ সেপ্টেম্বর নামখানার বাসিন্দা স্নেহাশিষ গিরির একটি জনস্বার্থ মামলার প্রেক্ষিতে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসককে তদন্তের নির্দেশ দেন। সেই নির্দেশের প্রেক্ষিতে ইতিমধ্যে কয়েক দফায় আবেদনকারী, পঞ্চায়েত প্রধান, বিডিও অফিসের কর্মীদের নিয়ে শুনানি করেন জেলাশাসক সুমিত গুপ্তা। এবার ব্লক প্রশাসন উপভোক্তাদের জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ পাঠাল। এই নোটিশ প্রাপকদের মধ্যে আছেন স্থানীয় চন্দনপিঁড়ির বাসিন্দা মতিলাল নায়েক ও নারায়ণ ওঝা। মতিলাল ছিলেন পঞ্চায়েত ও স্থানীয় একটি স্কুলের সুপার ভাইজার এছাড়াও ব্যবসা আছে। অন্যদিকে নারায়ণ ওঝা পেশায় জেলা পরিষদের ঠিকাদার ও ব্যবসায়ী। দুটি বাড়িই প্রাসাদসমান। দোতলা বাড়ির দেওয়ালে প্রধানমন্ত্রী আবাস যোজনার ট্যাগ লাগানো হয়েছে। দুটি পরিবার দু’দফায় আবাস যোজনার টাকা পেয়েছেন। এমনকি একশ দিনের কাজের প্রকল্পে পরিবারের সদস্যরা মজুরি হিসেবে দফায় দফায় হাজার হাজার টাকা তুলেছেন।
স্টাফ রিপোর্টার মুন্না সরদার
Post A Comment:
0 comments so far,add yours