শুক্রবার বিকেলে দিল্লির বিজেপির দলীয় কার্যালয়ে পৌঁছন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রায় ৪ ঘণ্টা ধরে চলে বৈঠক। এর মধ্যে দেড় ঘণ্টা ধরে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী নিজেই। তিনি বলেন, "এবারের নির্বাচনে বিজেপিকে অন্তত ৫০ শতাংশ ভোট পেতেই হবে।"


'৫০ শতাংশের বেশি ভোট পেতেই হবে', টার্গেট দিলেন মোদী, কীভাবে সম্ভব, তাও বাতলে দিলেন
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

নয়া দিল্লি: হাতে মাত্র আর কয়েকটা মাস। ইতিমধ্যেই বেজে গিয়েছে ভোটের দামামা। বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। তৃতীয়বারের জন্য ক্ষমতা ধরে রাখতে মরিয়া শাসক দল বিজেপি। এবার ভোটের টার্গেটও বেঁধে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবারই তিনি দলীয় কর্মীদের জানান, ২০১৯ সালের থেকেও বড় জয় নিশ্চিত করতে হবে। আসন্ন লোকসভা নির্বাচনে গেরুয়া শিবিরের ৫০ শতাংশের বেশি ভোট পেতে হবে বলেই জানান প্রধানমন্ত্রী মোদী।

শুক্রবার বিকেলে দিল্লির বিজেপির দলীয় কার্যালয়ে পৌঁছন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রায় ৪ ঘণ্টা ধরে চলে বৈঠক। এর মধ্যে দেড় ঘণ্টা ধরে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী নিজেই। তিনি বলেন, “এবারের নির্বাচনে বিজেপিকে অন্তত ৫০ শতাংশ ভোট পেতেই হবে।”

প্রসঙ্গত, ২০১৯ সালের লোকসভা নির্বাচনে মোট ৩০৩টি আসনে জয়ী হয়েছিল বিজেপি, ভোট শতাংশ ছিল ৩৭.৩ শতাংশ।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours