সোমবার থেকে সাগরের কচুবেড়িয়ার ভেসেল ঘাট থেকে ভেসেল গিয়ে পৌঁছবে কাকদ্বীপের লট নম্বর এইটের ৪নং জেটিতে রবিবার কচুবেড়িয়া ভেসেল ঘাটে নোটিশ দিয়ে এমনটাই জানিয়ে দিলো ভেসেল কর্তৃপক্ষ
৩ এ ডিসেম্বর রবিবার সকালে সাগরের কচুবেড়িয়া ভেসেল ঘাটে যাত্রী সাধারনের উদ্দেশ্যে একটি নোটিশ দিলো ভেসেল কর্তৃপক্ষ,ওই নোটিশে মাধ্যমে যাত্রী সাধারণের উদ্দেশ্যে জানানো হয়েছে ২০২৪ এর গঙ্গাসাগর মেলার জন্য মুরিগঙ্গা নদীতে ড্রেজিংয়ের কাজ শুরু হয়েছে সেই ড্রেজিংয়ের কাজের সুবিধার্থে এবং কাকদ্বীপের লট নম্বর এইটের এক নম্বর জেটি মেরামতের কাজের জন্য চৌঠা ডিসেম্বর সোমবার থেকে কাকদ্বীপের লট নম্বর এইটের এক নম্বর জেটি থেকে ভেসেল পরিষেবা বন্ধ থাকবে,এর পরিবর্তে চৌঠা ডিসেম্বর সোমবার থেকে কাকদ্বীপের লট নম্বর এইটের ৪ নম্বর জেটি থেকে ভেসেল পরিষেবা স্বাভাবিক থাকবে, তিনে ডিসেম্বর রবিবার সাগরের কচুবেড়িয়ার ভেসেল ঘাটে নোটিশ দিয়ে এমনটাই জানিয়ে দিলো ভেসেল কর্তৃপক্ষ,রবিবার ওই বিষয়ে কচুবেড়িয়া ভেসেল ঘাটে দাঁড়িয়ে একজন ভেসেল কর্মী আমাদের কাকদ্বীপ ডট কমের ক্যামেরার সামনে কি বললেন শুনুন
স্টাফ রিপোর্টার সৌরভ মন্ডল
Post A Comment:
0 comments so far,add yours