গত শনিবার দুপুরে বিজেপি-র মণ্ডল সভাপতি ঈশ্বর দেবনাথের বাড়িতে গেরুয়া শিবিরের বৈঠক ছিল। অভিযোগ, তখনই সেখানে উপস্থিত বিজেপি নেতাদের উপর অতর্কিতে হামলা চালায় তৃণমূল। এমনটাই অভিযোগ ওঠে।

 BJP নেতার উপর হামলা, উদয়ন পুত্র সায়ন্তন গুহর বিরুদ্ধে দায়ের অভিযোগ
উদয়ন পুত্র সায়ন্তন গুহ


কোচবিহার: বিজেপি নেতার উপর হামলার অভিযোগ। থানায় অভিযোগ দায়ের হল উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর ছেলে সায়ন্তন গুহর বিরুদ্ধে। আহতের স্ত্রী মন্ত্রীপুত্রর বিরুদ্ধে দিনহাটা থানায় অভিযোগ দায়ের করেছেন।

গত শনিবার দুপুরে বিজেপি-র মণ্ডল সভাপতি ঈশ্বর দেবনাথের বাড়িতে গেরুয়া শিবিরের বৈঠক ছিল। অভিযোগ, তখনই সেখানে উপস্থিত বিজেপি নেতাদের উপর অতর্কিতে হামলা চালায় তৃণমূল। এমনটাই অভিযোগ ওঠে। এই ঘটনায় আহত হন ঈশ্বর দেবনাথ সহ ওই এলাকার বিজেপির সম্পাদক অর্জুন চক্রবর্তী। এরপর আজ ঈশ্বর দেবনাথের স্ত্রী রিনা দেবনাথ উদয়ন পুত্র সায়ন্তন সহ আরও ৩৪ জনের নামে দিনহাটা থানায় অভিযোগ দায়ের করেন।

ঘটনার বিষয়ে কোচবিহার জেলা বিজেপি সম্পাদক অজয় রায় জানিয়েছেন, তাঁদের দলীয় বৈঠক চলাকালীন তৃণমূলের দুষ্কৃতীরা অতর্কিত হামলা চালিয়েছে। আর তার ফলে ঈশ্বর দেবনাথ সহ তিনজন গুরুতর আহত অবস্থায় কোচবিহারের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আর সেই ঘটনায় সেদিন যারা উপস্থিত ছিল তাঁদের নামে লিখিত অভিযোগ দায়ের করেছে ঈশ্বর দেবনাথের স্ত্রী রিনা দেবনাথ।


Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours